ডঃ আর্থার ক্রনকুইস্ট (১৯৮১) পৃথিবীর সকল জানা একবীজপত্রী উদ্ভিদকে ৬৫টি গোত্রে বিভক্ত করেছেন। আদি উন্নত ধারা অনুযায়ী প্রথম গোত্র Butomaceae এবং সর্বশেষ গোত্র Orchidaceae. Poaceae গোত্রের অবস্থান ৩৪ তম।
(toc) Table Of Contens
Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য:-
- কান্ড নলাকার ও পর্বমধ্য ফাঁপা ।
- পত্রমূল অর্ধকান্ড বেষ্টক ।
- পুষ্পমঞ্জুরী স্পাইকলেট ।
- ফুল ট্রাইমেরাস, গুম উপস্থিত ।
- পরাগধানী সর্বমুখ, গর্ভমুন্ড পক্ষল ।
- ফল ক্যারিওপসিস ।
- গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট ।
Poaceae গোত্রের পুষ্প সংকেত:-
Poaceae গোত্রের অর্থনৈতিক গুরুত্ব :-
আরও পড়ুন : নগ্নবীজী উদ্ভিদের সংজ্ঞা,বৈশিষ্ট্য,উদাহরণ,আবৃত ও নগ্নবীজী পার্থক্য
Poaceae গোত্রের উদ্ভিদ ;
Poaceae গোত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ যথাঃ
21 Oryza sativa L. (ধান) : চাষ করা হয়। বাঙালির প্রধান খাদ্য ভাত আসে ধানের চাল থেকে। চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সবই আসে ধান বা চাল থেকে। খড় উঁচু মানের গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ধানের কুড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগীর খাদ্য প্রস্তুত করা হয় ।
৩। Saccharum officinarum L. (আখ, ইক্ষু) : চাষ করা হয় । আখ থেকে গুড়, চিনি, জ্বালানি ইত্যাদি পাওয়া যায়। মলাসেস থেকে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি করা হয়। আখের ছোবড়া পার্টেক্স তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া জ্বালানির কাজেও ব্যবহার করা হয় ।
৫। Zea mays L. (ভুট্টা) : চাষ করা হয়। ভুট্টা থেকে পপকন ও খইসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী তৈরি করা হয়। ভুট্টা থেকে কর্ণফ্লেক্স তৈরি হয়। হাঁস-মুরগির খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ।
৭। Cymbopogon citratus (DC.) Stapf. (লেমন ঘাস) : লেবুর গন্ধযুক্ত ঘাস। সুগন্ধি তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয় । চাইনজি স্যুপেও ব্যবহার করা হয় ।
৯। Thysanolaema maxima (Roxb.) Kuntze (ঝাড়ুঘাস) : পাহাড়ি এলাকায় জন্মে। ঝাড়ু তৈরি করা হয়।
১০। Cynodon dactylon (L.) Pers. (দূর্বাঘাস) : লন তৈরি, পশু খাদ্য এবং ওষুধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয় ।
FAQs
- Poaceae গোত্রের অমরাবিন্যাস (Placentation) : মূলীয়।
- Poaceae গোত্রের ফল (Fruit) : ক্যারিঅপসিস
- Poaceae গোত্রের বীজ (Seed) : সস্যল (endospermic), ভ্রূণ অতিক্ষুদ্র ও বীজের এক কোণায় অবস্থিত ।
- কোন Poaceae গোত্রের উদ্ভিদটি রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসাবে ব্যবহার করা হয় :- Cynodon dactylon (L.) Pers. (দূর্বাঘাস)
আরও পড়ুন
আবৃতবীজী উদ্ভিদের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব, গোত্র পরিচিতি
টিস্যু বা কলা কাকে বলে,কত প্রকার।কোষ ও টিস্যু-টিস্যু ও অঙ্গের সম্পর্ক