Picnic : Paragraph For Class 3, 4, 5( বাংলা অর্থ সহ )

👉Write a paragraph about 'Picnic'. Include the following things in your paragraph. ('বনভোজন' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।)

  • Common word (পরিচিত শব্দ) 
  • Experience (অভিজ্ঞতা)
  • Recreation (বিনোদন)
  • Enthusiasm (উৎসাহ)
  • Arrange picnic (বনভোজনের আয়োজন) 
  • Enjoy (উপভোগ)

👉Or, Write a paragraph about 'Picnic' Answer the following questions in your paragraph. ('বনভোজন' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

(a) What is picnic (বনভোজন কী?)

(b) What is picnic arranged for? (বনভোজন কী জন্য আয়োজন করা হয়?)

(c) What does it remove? (এটা কী দূর করে?)

 (d) What does it help the students? (এটা ছাত্রছাত্রীদেরকে কী সাহায্য করে?)

(e) When do the students go to picnic generally? (সাধারণত ছাত্রছাত্রীরা কখন বনভোজনে যায়?)

■ Picnic(বনভোজন)

Ans. 'Picnic' is a common word to each students. Most of the students have some experience of picnic. Generally, a picnic is arranged for the recreation of the students. It removes sluggishness and boredom of the studies. It refreshers the student's mind. It helps the students to know the new place and idea. Each school arranges picnic every year, specially in the winter season. The students can enjoy a lot by this.

অনুবাদ : প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে 'বনভোজন' একটি পরিচিত শব্দ। অধিকাংশ ছাত্রের বনভোজনের কিছু অভিজ্ঞতা থাকে। সাধারণত ছাত্রছাত্রীর বিনোদনের জন্য বনভোজনের আয়োজন করা হয়। এটি অধ্যয়নে একগুঁয়েমি এবং বিরক্তিবোধ দূর করে। এটি ছাত্রদের মনকে সতেজ করে তোলে। এটি ছাত্রদের নতুন স্থান এবং ধারণা লাভে সাহায্য করে। প্রত্যেক স্কুল প্রতিবছর বিশেষ করে শীতকালে বনভোজনের আয়োজন করে। এটি দ্বারা ছাত্রছাত্রীরা আনন্দ উপভোগ করতে পারে।

Post a Comment

0 Comments

Bottom Post Ad