চিত্র প্রদর্শনী দেখার জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে একটি - পত্র

 এলাহী ভরসা 

১৫ জানুয়ারি, ২০২৪ইং
ভাটিকাশর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্ৰিয় কামাল,

আমার ভালবাসা নিও। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের বিদ্যালয়ে আগামী ২০ জানুয়ারি থেকে ছোটদের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতি বছরই এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে বিভিন্ন বিখ্যাত স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের চিত্র প্রদর্শন করা হয়। এর পাশাপাশি আমাদের প্রিয় শিল্পাচার্য জয়নুল আবেদিন ও কামরুল হাসানের কিছু চিত্র স্থান পায়। এখানে অনেক লোকের সমাগম হয়। এ অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন। তুমি যদি আমাদের বাড়ি আস তাহলে আমি, তুমি ও আমার বন্ধুরা মিলে প্রদর্শনী ঘুরব আর উপভোগ করব। এখানে অনেক শিক্ষনীয় বিষয় আছে। তুমি আসলে অবশ্যই খুশি হব ।

আজ আর নয়। তোমার আব্বা-আম্মাকে আমার সালাম দিও। আমি ভালো আছি।

ইতি
তোমারই বন্ধু
জামাল

প্রেরক
জামাল
ভাটিকাশর
সরকারি প্রাথমিক বিদ্যালয়
ডাকটিকেট
প্রাপক 
কামাল
মুরাদনগর
কুমিল্লা

Post a Comment

0 Comments