দ্রুতি ও বেগ,সুষম বেগ ও অসম বেগ সংজ্ঞা,একক,পার্থক্য।শব্দের বেগ একটি সুষম বেগ

(toc) Table Of |Contens

দ্রুতি ও বেগ সংজ্ঞা :

দ্রুতি (Speed) : সরল বা বক্রপথে সময়ের সাথে কোন একটি গতিশীল বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। 

কোন বস্তু যদি t সময়ে d দূরত্ব অতিক্রম করে তাহলে দ্রুতি V=d t 

বেগ (Velocity) : সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ। 
যদি কোন বস্তু নির্দিষ্ট দিকে t সময়ে s দূরত্ব অতিক্রম করে তাহলে বেগ V=s t 

দ্রুতির এবং বেগের একক ও মাত্রা  :

রাশি মাত্রা একক
দ্রুতি (v) LT-1 ms-1
বেগ (V) দ্রুতির ন্যায় অর্থাৎ LT-1 দ্রুতির ন্যায় অর্থাৎ ms-1

দ্রুতি ও বেগের পার্থক্য :

দ্রুতি বেগ
সরল বা বক্রপথে সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সময়ের সাথে কোন বস্তুর সরণের হারকে বেগ বলে।
দ্রুতি হল স্কেলার রাশি। বেগ হল ভেক্টর রাশি ।
কোন বস্তুর বেগের মানই হল দ্রুতি। নির্দিষ্ট দিকে কোন বস্তুর দ্রুতিই হল বেগ।
দ্রুতির যোগ ও বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয়। বেগের যোগ ও বিয়োগ সাধারণ গাণিতিক নিয়মে হয় না। ভেক্টর বীজগণিতের নিয়মে হয়না; ভেক্টর বীজগণিতের নিয়মে তথা সামন্তরিকের সূত্রানুসারে হয়।
শুধু মানের পরিবর্তন হলে দ্রুতির পরিবর্তন হয়। শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়।

আরও পড়ুন : তাৎক্ষণিক দ্রুতি,বেগ।গড়দ্রুতি,বেগ।পার্থক্য সুষম দ্রুতি ও অসম দ্রুতির

সুষম বেগ ও অসম বেগ সংজ্ঞা : 

সুষম বেগ (Uniform Velocity) : যদি কোন গতিশীল বস্তু একই দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তবে সেই বেগকে সুষম বেগ বলে। অর্থাৎ সুষম বেগের ক্ষেত্রে বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে।

সুষম বেগের উদাহরণ : 

সুষমবেগের একটি প্রকৃষ্ট উদাহরণ শব্দের বেগ। শব্দ O° সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট দিকে সবসময় সমান পথ অর্থাৎ প্রতি সেকেন্ডে 332m অতিক্রম করে। এর অর্থ কোন নির্দিষ্ট দিকে শব্দ প্রথম সেকেন্ডে 332m দ্বিতীয় সেকেন্ডে 332m এবং এইরূপ প্রতিসেকেন্ড 332m করে চলতে থাকে।

সুষম বেগের উদাহরণ

এখানে শব্দের বেগের মান ও দিক একই থাকায় শব্দের বেগ 332m/s হলো সুষম বেগ।

অসম বেগ (Variable Velocity) : কোন বস্তুর যদি গতিকালে বেগের মান বা দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসম বেগ বলে ।

অর্থাৎ কোন বস্তুর যদি সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম না করে কিংবা চলার সময় গতির দিক পরিবর্তন করে তা হলে সেই বেগ  অসম হবে।

অসম বেগ

ধরি, গতিশীল একটি বস্তু (চিত্র) ১ম সেকেন্ডে 10m, ২য় সেকেন্ডে 12m, ৩য় সেকেন্ডে 9m. যাচ্ছে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে না সুতরাং বস্তুর এই বেগ অসম বেগ।

আরও পড়ুন : স্কেলার ও ভেক্টর রাশির সংজ্ঞা।স্কেলার ও ভেক্টর রাশির পার্থক্য,উদাহরণ

সমবেগ ও অসম বেগের মধ্যে পার্থক্য :

সমবেগ অসমবেগ
১। প্রতি মুহূর্তে বস্তুর বেগ সমান থাকে। ১। বেগ প্রতিনিয়ত পরিবর্তিত হয়।
২। ত্বরণ থাকে না। বেগ বনাম সময় লেখতে সময় অক্ষের সমান্তরাল রেখা পাওয়া যায়। ২। ত্বরণ থাকে। বেগ বনাম সময় লেখতে সময় লেখ এর ঢাল ঐ বিন্দুতে ত্বরণ নির্দেশ করে।

বায়ুতে শব্দের বেগ একটি সুষম বেগ- ব্যাখ্যা :

যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সুষম বেগ বা সমবেগ বলে। শব্দ নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আর তা হচ্ছে 0°C তাপমাত্রার বায়ুতে প্রতি সেকেন্ডে 330 মিটার। শব্দ কোনো নির্দিষ্ট দিকে প্রথম সেকেন্ডে 330 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 330 মিটার এবং এরূপ প্রতি সেকেন্ডে 330 মিটার করে চলতে থাকে। তাই বায়ুতে শব্দের বেগ একটি সুষম বেগ।

আরও পড়ুন : ত্বরণ,সুষম ত্বরণ,অসম ত্বরণ সংজ্ঞা সহ উদাহরণ।পার্থক্য বেগ ও ত্বরণনের

Post a Comment

0 Comments

Bottom Post Ad