সংজ্ঞা : যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) ও একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
সরল বাক্য উদাহরণ :
- মাহিন স্কুলে যায়।
- শিশুটি খেলা করে।
- আকাশে সূর্য ওঠেছে ।
- খোকন নিয়মিত পড়ালেখা করে।
- ছেলেটি ব্যাকরণ জানেনা।
- রহিম মাদ্রাসা থেকে আসছে।
- সে বই পড়ে।
- গুরুজনকে সবারই ভক্তি করা উচিত।
- আমরা প্রতিদিন স্কুলে যাই।
- মিনা ভাত খেয়েছে ।
সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য :
| সরল বাক্য | যৌগিক বাক্য |
|---|---|
| ক. সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। যেমন- রাশেদ বাড়ি গেল । |
ক. যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া থাকে। যেমন— তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি । |
| খ. সরল বাক্যে একটি মাত্র কর্তা থাকে। যেমন- আমি ভাত খাই ৷ | খ. যৌগিক বাক্যে একাধিক কর্তা থাকতে পারে। যেমন- তুমি এসেছিলে এবং আমি গিয়েছিলাম । |
| গ. সরল বাক্যে একটি ভিন্ন একাধিক বাক্য থাকতে পারে না। যেমন- মানুষের মন জটিল । | গ. যৌগিক বাক্য একাধিক স্বাধীন বাক্যের সংযোজনে গঠিত হয়। যেমন— মানুষের মন জটিল, তাই তার অনুভূতিও বিচিত্র । |
| ঘ. সরল বাক্যে সচরাচর অব্যয় পদ ব্যবহৃত হয় না। হলেও তা বিশেষ ক্ষেত্রে পদকে যুক্ত করে, বাক্যাংশকে নয়। যেমন- দিলু ও মিলু এদিকেই আসছে । |
ঘ. অব্যয় পদ ছাড়া যৌগিক বাক্য গঠিত হয় না। যেমন- বাজারে পণ্যের অভাব নেই, কিন্তু দাম যথারীতি চড়া। |
| ঙ. সরল বাক্য তুলনামূলকভাবে সবচেয়ে সংক্ষিপ্ত। যেমন- সে খেলে । |
ঙ. যৌগিক বাক্য তুলনামূলকভাবে দীর্ঘতর। যেমন- প্রতিদিন ঝড় উঠছে, তবু মাঝিরা গভীর সাগরে মাছ ধরতে যায় । |
| চ. সরল বাক্যের অর্থ সহজেই বোঝা যায়। যেমন- আমি বই পড়ি। |
চ. যৌগিক বাক্যের অর্থ সহজবোধ্য নয়। যেমন- নদী সাগরে পতিত হয় কিন্তু তার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না । |
আরও পড়ুন : বাক্য কাকে বলে?গঠন ও অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণ
সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর উদাহরণ :
| সরল বাক্য | জটিল বাক্য |
|---|---|
| ভিক্ষুককে দান কর । | যে ভিক্ষা করতে এসেছে, তাকে দান কর । |
| আমি বহু কষ্টে পাস করেছি। | আমি কষ্ট করেছি, তবে পাস করেছি। |
| সত্য কথা না বলে বিপদে পড়েছি। | সত্য কথা বলি নি, তাই বিপদে পড়েছি। |
| আমার হারানো বইটি ফিরে পেয়েছি। | আমার যে বইটি হারিয়েছিল, সেটি ফিরে পেয়েছি। |
| মিথ্যা বলার জন্যে তোমার পাপ হবে । | যেহেতু তুমি মিথ্যা বলেছো, সেহেতু তোমার পাপ হবে। |
| ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে। | যারা ভাল ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে। |
| কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। | কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি। |
| দুর্জন লোক পরিত্যাজ্য। | যে লোক দুর্জন, সে পরিত্যাজ্য। |
| চুল পাকলেও তার বুদ্ধি পাকে নি । | যদিও তার চুল পেকেছে, তবুও তার বুদ্ধি পাকে নি । |
| ধার্মিকেরা সুখি । | যারা ধার্মিক, তারা সুখী। |
| দরিদ্র হলেও তিনি সুখী । | যদিও তিনি দরিদ্র, তবুও তিনি সুখী । |
| পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে । | যে লোক পরিশ্রমী, সে সাফল্য লাভ করে। |
| নির্বোধেরাই শুধু এ কাজ করে ৷ | যারা নির্বোধ তারাই শুধু এ কাজ করে। |
| সূর্যোদয়ে পদ্মফুল ফোটে । | আজ যখন সূর্য উদিত হয়, তখন পদ্মফুল ফোটে । |
| বৃষ্টি হলে বের হব না । | যদি বৃষ্টি হয়, তবে বের হব না। |
আরও পড়ুন : বাক্য গঠনের নিয়ম।একটি সার্থক বাক্যের কয়টি গুন বা অংশ থাকে উদাহরণ সহ
মিশ্র বা জটিল বাক্য :
জটিল বাক্য উদাহরণ :
- তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
- যে এখানে এসেছিল তাকে আমি চিনি না।
- আমি স্কুলে গিয়ে দেখলাম স্কুল ছুটি হয়ে গেছে।
- সে বলল যে সে গতকাল ফুটবল খেলিনি।
- যারা পরিশ্রম করে তারাই সুখ ভোগ করে
- যদিও তিনি বিদ্বান তবুও তার কোন অহংকার নেই।
- আমার একটি ছাতা আছে যা পুরনো।
- জগতে এমন কিছু নেই যা অসম্ভব।
- যদি তুমি না খাও তবে আমিও খাব না।
- যখন সকাল হবে তখন আমরা স্কুলে যাব।
জটিল বাক্যের বৈশিষ্ট্য :
খ. একের বেশি সমাপিকা ক্রিয়া থাকে ।
জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর :
| জটিল বাক্য | সরল বাক্য |
|---|---|
| যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। | বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। |
| আমার বয়স যখন পাঁচ বছর, তখন আমি স্কুলে ভর্তি হই। | পাঁচ বছর বয়সে আমি স্কুলে ভর্তি হই। |
| তোমার নাম কী বলো? | তোমার নাম বলো । |
| যে বালক মিথ্যা বলে, তাকে কেউ ভালোবাসে না । | মিথ্যাবাদী বালককে কেউ ভালোবাসে না। |
| যখন তুমি ফিরবে, তখন তোমাকে টাকা দিব। | তুমি ফেরার পর তোমাকে টাকা দেব । |
| যারা মূর্খ, তারা পশুর সমান। | মূর্খ লোক পশুর সমান । |
| যেমন কর্ম করবে, তেমন ফল পাবে। | কর্মের অনুরূপ ফল পাবে। |
| যে রক্ষক, সেই ভক্ষক। | রক্ষকই ভক্ষক। |
| যারা পরিশ্রম ব, তারাই জীবনে সাফল্য লাভ করে। | পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে সাফল্য লাভ করে। |
আরও পড়ুন : বাগধারা অর্থ কি?কাকে বলে।বাগধারার গঠন, ব্যবহার, প্রয়োজনীয়তা
যৌগিক বাক্য :
যৌগিক বাক্য উদাহরণ :
- স্মৃতি লেখাপড়া করে এবং শশী খেলা করে।
- তুমি কাল আসবে নতুবা আমি যাব না।
- লোকটি গরিব কিন্তু মনটা উদার।
- লোকটির সবই আছে তবু সে সুখী নয় ।
- সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছ।
- সে পরিশ্রমী বটে কিন্তু নির্বোধ।
- বিপদ ও দুঃখ একসময় আসে।
- তুমি যাও এবং আমিও যাব।
- সাঁতার কাট এবং স্বাস্থ্য ভালো হবে।
- সে ধনী বটে কিন্তু গরিবকে ভালোবাসে।
যৌগিক বাক্যের বৈশিষ্ট্য :
যৌগিক বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর :
| যৌগিক বাক্য | সরল বাক্য |
|---|---|
| হয় কাজ কর, না হয় বসে পড়। | কাজ না করলে বসে পড়। |
| অনেক দেখা হল বটে, তবুও শেষ দেখা হল না । | অনেক দেখেও দেখা শেষ হল না । |
| সে কথাটি বলল এবং চলে গেল । | কথাটি বলেই সে চলে গেল। |
| তিনি মোটা ছিলেন, কিন্তু তার গায়ে শক্তি নেই। | মোটা হলেও তার গায়ে শক্তি নেই। |
| যত্ন করবে, নইলে রত্ন পাবে না। | যত্ন না করলে রত্ন পাবে না। |
| এত সাধনা করলাম, কিন্তু তোমার মন পেলাম না । | এত সাধনা করেও তোমার মন পেলাম না। |