(অ - ঔ এবং ক - হ )পর্যন্ত বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন

শব্দ গঠন বাংলা ভাষার গুরুত্বপূর্ণ একটি দিক। এখানে প্রায় সকল বর্ণের যথা- অ থেকে ঔ এবং ক - হ পর্যন্ত বাংলা বর্ণ দিয়ে শব্দ গঠন করে দেখানো হয়েছে। যা শিক্ষার্থীদের অনেক উপকারে আসতে পারে। 

(toc) Table Of Contens

অ- দিয়ে শব্দ গঠন :

অমানুষ, অপর, অভাব, অপায়, অহংকার, অবুঝ, অবিরাম, অবাক, অনাদি, অধিবাসী, অজগর, অবোধ, অজানা, অনিয়ম, অধম, অমর, অকর্ম, অসফল, অলস, অনাদর, অভয়, অনড়, অশরীরী, অসার, অধিক, অচেতন, অচল, অরণ্য, অবলা, অজৈব ইত্যাদি। 

আ- দিয়ে শব্দ গঠন :

আলোকিত, আসল, আপাকা, আলোড়ন, আঁধার, আবার, আরোহন, আঘাত, আমাদের, আনাজ, আবেগ, আবরণ, আমার, আইন, আদেশ, আজীবন, আদিবাসি, আমোদ, আদিম, আয়তন, আমরা, আধুলি, আজব, আশিমাদ, আদর, আকাল, আবির ইত্যাদি। 

ই- দিয়ে শব্দ গঠন :

ইসলাম, ইহকাল, ইহার, ইটভাটা, ইলিশ, ইজারা, ইঁদুর, ইংরেজি, ইত্যাদি, ইমাম, ইঁদারা, ইলাহী, ইশারা, ইদানীং, ইতিবাচক, ইহারা, ইতর, ইহুদি, ইহলোক, ইতিহাস ইত্যাদি। 

ঈ- দিয়ে শব্দ গঠন :

ঈমান, ঈদ, ঈষৎ, ঈশিতা, ঈশ্বরকৃপা, ঈশিতা, ঈর্ষাপরায়ন, ঈপ্সিত, ঈগল, ঈঙ্গিত, ঈশ্বরাধীন, ঈদগাহ, ঈশান, ঈশ্বর, ঈদশ, ঈড়ে, ঈশ্বরী, ঈষিকা, ঈথর, ঈশানকোণ ইত্যাদি। 

উ- দিয়ে শব্দ গঠন :

উপদেশ, উঠান, উতলা, উপনদী, উচিত, উপকার, উচাটন, উদাহরণ, উকিল, উপবাসী, উপমা, উপকূল, উপর, উৎসাহ, উধাও, উদারতা, উৎপাদক, উপোষ, উপভাষা, উপদেবতা, উঠতি, উপভোগ, উজান। 

আরও পড়ুন : যুক্তবর্ণ কাকে বলে?কত প্রকার।যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন

ঊ- দিয়ে শব্দ গঠন :

ঊহ্য, ঊনপঞ্চাশ, ঊর্মি, ঊষ্ণতা, ঊর্ধ্বশয়ন, ঊনত্রিশ, ঊষা, ঊর্ধ্বপানে, ঊর্ধ্বজ্ঞান, ঊন, ঊর্ধ্ববাহু, ঊষর, ঊর্ধ্বচরণ, ঊর্ধ্বগামী, ঊর্ধ্বতর, ঊর্ধ্বলোক, ঊর্ধ্বশ্বাস, ঊষারাগ, ঊর্ধ্বতন, ঊর্ধ্ববাহিত । 

ঋ- দিয়ে শব্দ গঠন :

ঋতুঋজু, ঋষি, ঋণগ্রস্ত, ঋজুতা, ঋতুবৈচিত্র্য, ঋণ, ঋত, ঋণশোধ, ঋক, ঋজুভাবে, ঋদ্ধ, ঋত্বিকচক্র, ঋষভ, ঋত্বিক, ঋদ্ধশিল্প, ঋষিকন্যা, ঋণিতা, ঋজুতা, ঋণদাতা, ঋতুমতী ইত্যাদি । 

ঐ- দিয়ে শব্দ গঠন :

ঐক্য, ঐশী, ঐকতান, ঐক্যবদ্ধ, ঐকিক, ঐতিহ্যমণ্ডিত, ঐকান্তিক, ঐক্যজোট, ঐহিক, ঐশ্বর্যশালী, ঐশ্বরিক, ঐক্যসূত্র, ঐতিহ্য, ঐক্যসাধন, ঐতিহাসিক, ঐতিহ্যরূপ, ঐচ্ছিক, ঐক্যবিচ্ছিন্ন, ঐশর্য, ঐক্যভাব। 

ও- দিয়ে শব্দ গঠন :

ওয়ারিশ, ওষুধ, ওজন, ওল, ওলন্দাজ, ওড়না, ওজর, ওয়ালা, ওরস, ওকালতি, ওম, ওজস্বী, ওখানে, ওরফে, ওলকপি, ওরিয়েন্ট, ওস্তাদ, ওগরানো, ওতোপ্রোত, ওজনদার ইত্যাদি। 

ঔ- দিয়ে শব্দ গঠন :

ঔষধ, ঔরসজাত, ঔদরিক, ঔপধর্মিক, ঔদরিকতা, ঔপচারিক, ঔচিত্য, ঔদ্ধত্যপূর্ণ, ঔদনিক, ঔপনিবেশিক, ঔপযুক্ত, ঔষধীয়, ঔপায়িক, ঔদ্ধত্য, ঔপযোগিতা, ঔদাসীন্য, ঔজ্জ্বল্যময়, ঔচিত্যবোধ, ঔষধালয়, ঔপব্রাহ্মণ ইত্যাদি। 

আরও পড়ুন : ফলা দিয়ে শব্দ গঠন : র, য, ব, ম, ল, রেফ, ণ এবং ন ফলা

ক- দিয়ে শব্দ গঠন :

কলম, কারণ, কমল, কয়লা, করিম, কখন, কঠোর, কপাল, কড়াই, কবরী, কর্তৃত্ব, কণিকা, করুনা, কতক, কুকুর, কদম, কমলালেবু, কঠিন, কদর, কথক, কবুল, কল্পনা, কম্বল ইত্যাদি। 

খ- দিয়ে শব্দ গঠন :

খেলাধূলা, খেলোয়াড়, খেয়ামাঝি, খুচরো, খেলনা, খরস্রোত, খাদ্যশস্য, খবর, খুটিনাটি, খরগোশ, খরচ, খাম্বাজ, খাওয়া, খচিত, খাজ, খন্ডন, খড়ম, খাটুনি, খিলখিল, খতিয়ান, খনন, খর্বতা ইত্যাদি। 

গ- দিয়ে শব্দ গঠন :

গণনা, গণক, গোলাকার, গতর, গভীর, গহিত, গ্রামবাসী, গগন, গরম, গিরিখাত, গারদ, গোপনীয়, গণিকা, গ্রাহক, গুণবান, গঠন, গমন, গুরুজন, গড়ন, গুজব, গণিত ইত্যাদি। 

ঘ- দিয়ে শব্দ গঠন :

ঘর, ঘড়িয়াল, ঘুম, ঘটনা, ঘণ্টা, ঘায়েল, ঘড়ি, ঘটিকা, ঘাপটি, ঘনঘন, ঘনফল, ঘরোয়া, ঘাতক, ঘোষণা, ঘাটতি, ঘোটক, ঘুমন্ত, ঘূর্ণিঝড়, ঘুটঘুটে, ঘোড়াশাল, ঘুরপাক, ঘনত্ব ইত্যাদি। 

চ- দিয়ে শব্দ গঠন :

চাকরি, চরণ, চাঁদ, চামচ, চালাক, চাবি, চরাচর, চরকা, চিংড়ি, চমকিত, চটচটে, চপলা, চামড়া, চমক, চিবুক, চুরমার, চরিতার্থ, চতুর, চুম্বক, চওড়া, চিৎকার, চর্চিত, চোরাবালি ইত্যাদি। 

ছ- দিয়ে শব্দ গঠন :

ছাত্র, ছাতা, ছড়ান, ছুটি, ছাউনি, ছত্রাক, ছয়, ছড়াছড়ি, ছটফটে, ছাড়, ছলনা, ছোঁয়াচে, ছাপাখানা, ছাঁটাই, ছোবড়া, ছায়াপথ, ছাগল, ছায়াময়, ছুতোর, ছাওয়া, ছুটাছুটি, ছাতলা, ছেলেবেলা, ছয়লাপ ইত্যাদি। 

আরও পড়ুন : মাত্রা,কার ও ফলা কাকে বলে?কয়টি।কার,ফলা চিহ্ন দিয়ে শব্দ গঠন 

জ- দিয়ে শব্দ গঠন :

জল, জমাট, জীবন, জলধি, জঙ্গল, জমিদার, জমা, জলঝড়, জায়গা, জহর, জলরোধী, জলপাই, জনক, জানালা, জনতা, জীবন, জীবনান্ত, জড়তা, জাহাজ, জংলী, জীবদশা, জলস্রোত, জন্মভূমি, জবাব, জলাশয় ইত্যাদি। 

ঝ- দিয়ে শব্দ গঠন :

ঝড়, ঝটকা, ঝিনুক, ঝাঁজাল, ঝাড়ু, ঝমঝম, ঝগড়া, ঝাঁজরি, ঝকঝকে, ঝালক, ঝড়বৃষ্টি, ঝপাৎ, ঝালর, ঝটাপটি, ঝাড়ন, ঝলমলে, ঝামেলা, ঝাপসা, ঝামটা, ঝাড়ুদার, ঝগড়াটে ইত্যাদি। 

ট- দিয়ে শব্দ গঠন :

টেবিল, টকটকে, টমেটো, টনক, টুপি, টাটকা, টক, টলমল, টিকিট, টপাটপ, টিকাল, টুনটুনি, টুকরো, টিকটিকি, টোটকা, টক্কর, টেকসই, ঢেঁকঘড়ি, টেক্সি ইত্যাদি। 

ঠ- দিয়ে শব্দ গঠন :

ঠোঁট, ঠিকঠাক, ঠান্ডা, ঠকানো, ঠেলাগাড়ি, ঠাকুর, ঠাসাঠাসি, ঠিকানা, ঠিকেদার, ঠেকনা, ঠুনঠুন, ঠোকর, ঠাকুরমা, ঠিকুজি, ঠাকুরদা, ঠোঁটকাটা, ঠাঁই, ঠাঁসা, ঠকাস, ঠেক ইত্যাদি। 

ড- দিয়ে শব্দ গঠন :

ডাল, ডজন, ডিম, ডাকনাম, ডাটা, ডগডগে, ডিগ্রী, ডাকাত, ডায়েরি, ডাকগাড়ি, ডেটা, ডুমুর, ডানা, ডাকবাক্স, ডমরু, ডেক, ডাবর, ডোরাকাটা, ডিভাইস, ডালপালা, ডুবুরী, ডিগবাজী, ডালিম, ডাক্তার ইত্যাদি। 

ঢ- দিয়ে শব্দ গঠন :

ঢাক, ঢাল, ঢালাই, ঢাকা, ঢাকনা, ঢেপু, ঢাকী, ঢিলেমি, ঢামালি, ঢেঁকি, ঢেঁকুর, ঢাউস, ঢাকছি, ঢোল, ঢেউ, ঢোঁক, ঢিল, ঢালসারি, ঢলঢলে, ঢোলন ইত্যাদি। 

ত- দিয়ে শব্দ গঠন :

তাপ, তকমা, তরমুজ, তারিখ, তাক, তছনচ, তুলি, তেল, তখন, তটিনী, তদারক, তড়িঘড়ি, তড়কা, তৃতীয়, তড়িৎ, তপোবন, তল্লাট, তরকারি, তনয়া, তরণী, তর্জন, তীমাত্রা, তামাশা, তক্তপোশ ইত্যাদি। 

থ- দিয়ে শব্দ গঠন :

থালা, থিয়েটার, থামানো, থাবা, থিউরি, থিতু, খোঁতা, থুলথুলে, থানাদার, থাপ্পড়, থোকা, থিংক, থেঁতলানো, থুরাই, থ্রেশার, থুবরে, থ্রী-ডি, থার্মাল, থামানো, থেকু ইত্যাদি। 

দ- দিয়ে শব্দ গঠন :

দলপতি, দখল, দাঁড়িপাল্লা, দারুচিনি, দই, দুধ, দরজা, দমকল,  ছড়ি, দমকা, দরকারী, দফায়, দুঃখ, দশমিক, দমন, দড়, দশক, ছড়াদড়ি, দাঁত, দর্শক, দয়াবান ইত্যাদি। 

আরও পড়ুন : বর্ণ, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কাকে বলে?কত প্রকার।সংজ্ঞা সহ উদাহরণ

ধ- দিয়ে শব্দ গঠন :

ধার্মিক, ধরণী, ধ্বনিত, ধর্মঘট, ধরাবাঁধা, ধন্যবাদ, ধনুক, ধারাল, ধ্রুবতারা, ধকল, ধূমকেতু, ধাওয়া, ধ্যানমগ্ন, ধাতব, ধাবমান, ধূলিকণা, ধমনী, ধংস, ধর্মকর্ম, ধরাশায়ী, ধরণ, ধুতুরা ইত্যাদি।

ন- দিয়ে শব্দ গঠন :

নবম, নাটকীয়, নমুনা, নামডাক, নতুবা, নমস্কার, নকল, নলিনী, নড়বড়ে, নগর, নিকট, নকশা, নন্দন, নলকূপ, নজর, নম্রতা, নামকরা, নতশির, নগদ, নির্মাণ, নদী, নগণ্য, নর্তক, নরপতি, নয়নতারা ইত্যাদি।

প- দিয়ে শব্দ গঠন :

পতাকা, প্রকাশ, পবিত্র, পকেট, পড়শী, পছন্দ, পরিচম, পল্লীগ্রাম, পতাকা, পরিত্যাগ, পদক, পতাবলী, পত্রিকা, পরবর্তী, পরমেশ, পড়তি, পতঙ্গ, পটই, পরামর্শ, পত্রমোচী, পটভূমি, পরিশ্রমী, পথচারী, পণ্যশালা, পড়ুয়া ইত্যাদি। 

ফ- দিয়ে শব্দ গঠন :

ফল, ফটিক, ফুল, ফোয়ারা, ফুলকপি, ফার্মেসি, ফড়িং, ফাজিল, ফাটাফাটি, ফানুস, ফাটল, ফুলদানি, ফলাফল, ফটকিরি, ফরমাশ, ফতুয়া, ফরাসী, ফ্যাশন, ফুলকা, ফুসফুস, ফুচকা, ফেরত, ফৌজদারি, ফলক, ফসল ইত্যাদি। 

ব- দিয়ে শব্দ গঠন :

বয়স, বছর, বিশ্বাস, বল, বান, বাউল, বিভাল, বংশ, বর্তমান, বিদ্যালয়, বদন, বকশিস, বিশ্লেষণ, বনানী, বরষা, বক্ররেখা, ব্যবহার, বদল, বরাদ্দ, বজ্রপাত, ব্যাকুলতা, বৎস, বিশ্রাম, বর্ণমালা, বনবাস, বিবাহিত, বরফ, বণ্টন ইত্যাদি। 

ভ- দিয়ে শব্দ গঠন :

ভাষা, ভূবন, ভর, ভ্রমণ, ভূমি, ভগবান, ভিটা, ভেষজ, ভ্যাট, ভল্লুক, ভদ্রলোক, ভাত, ভৈরবী, ভিমরুল, ভাজক, ভীষণ, ভাইফোঁটা, ভালবাসা, ভজন, ভরসা, ভারসাম্য, ভাণ্ডার, ভুতরে, ভূমিকা, ভাষ্যকার ইত্যাদি। 

ম- দিয়ে শব্দ গঠন :

মসজিদ, ময়ূর, মোমবাতি, মোমা, মনোরম, মগজ, মকর, মূর্ত্তিকা, মতবাদ, মধ্যরাত, মাতৃভাষা, মধুর, মন্দির, মজাদার, মরাল, মনীষী, মধুকর, মানুষ, মাহাত্ম, মখমল, মহাকষ, মঙ্গল, মটর, মন্ডিত, মতলব ইত্যাদি। 

আরও পড়ুন : স্বরধ্বনি: সংজ্ঞা, প্রকারভেদ, উচ্চারণের ৫টি নিয়ম ও উচ্চারণস্থান

য- দিয়ে শব্দ গঠন :

যথেষ্ট, যাচাই, যুধ, জয়, যথাক্রমে, যথাশক্তি, যখন, যোজনা, যোগাযোগ, যমজ, যোগ্যতা, যথার্থ, যুবরাজ, যুবক, যকৃৎ, যথারীতি, যাজক, যথাকাল, যেমন, যুগল, যাদুকর, যোগাড় ইত্যাদি। 

র- দিয়ে শব্দ গঠন :

রচনা, রকম, রজনি, রসায়ন, রেশম, রামধনু, রূপক, রমণী, রেলগাড়ি, রকমারি, রওনা, রাজত্ব, রবিবার, রসদ, রপ্তানি, রাজপথ, রাজকন্যা, রোপন, বচয়িতা, রত্নাকর, রঙিন, রন্ধন, রবিকর, রাষ্ট্রপতি ইত্যাদি। 

ল- দিয়ে শব্দ গঠন :

লাল, লন্ঠন, লেখা, লুকোচুরি, লাহোরী, লবণ, লড়াই, লক্ষণ, লঘিত, লোকালয়, ললাট, লবঙ্গ, লোকগাথা, লাগাম, লাবণ্য, লেনদেন, লেখক, লাইট, লৌহচূণ, লাতুক, লবনাক্ত, লোপাট, লালন, লোভনীয়, লোহা ইত্যাদি। 

শ- দিয়ে শব্দ গঠন :

শব্দ, শকট, শিক্ষা, শতাব্দী, শারীরিক, শরৎ, শীতল, শকুন, শালীন, শীত, শরৎ, শব্দকোষ, শক্তিশালী, শস্যভোজী, শশক, শাবক, শুকতারা, শহীদ, শিখা, শর্করা, শিকড়, শোভাযাত্রা, শোধন, শতদল, শরীর ইত্যাদি। 

স- দিয়ে শব্দ গঠন :

সফল, সাগর, সকল, সত্যবাদী, সিটি, সবিনয়, সাহস, সজারু, সনাতন, সহজ, সজাগ, সভা, সতীর্থ, সর্বনাম, সন্ধান, সজীব, সংসার, সম্পর্ক, সহৃদয়, সততা, সম্পূন, সহযাত্রী, সঙ্গীত, সমাবেশ, সমন্বয়, সফর ইত্যাদি। 

হ- দিয়ে শব্দ গঠন :

হাত, হংস, হাওয়া, হৃদয়, হাস্যকর, হঠাৎ, হাল, হাজার, হাস্যরস, হালকা, হেমন্ত, হিমালয়, হাওয়া, হিতৈষী, হতবাক, হলুদ, হিল্লোল, হাসি, হরিতি, হজম, হিমবাহ, হোটেল, হাতুরি, হরেক, হূৎপিक, হরিদ্বার, হামলা ইত্যাদি। 

আরও পড়ুন : ব্যঞ্জনধ্বনি: সংজ্ঞা,প্রকারভেদ,উচ্চারণের ৫টি নিয়ম ও উচ্চারণস্থান

Post a Comment

0 Comments

Bottom Post Ad