A Domestic Help : Paragraph For Class 3, 4, 5(বাংলা অর্থ সহ)

👉Write a paragraph about 'A Domestic Help'. Include the following things in your paragraph. ('একজন গৃহপরিচারিকা' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।)

  • Domestic help (গৃহপরিচারিকা)
  • Look after family (পরিবার দেখাশুনা করা) 
  • Manage easily (সহজে কোনকিছু করা)
  • Proper care (যথাযথ যত্ন)
  • Punctual and disciplined (সময়ানুবর্তী ও সুশৃঙ্খল)

👉Or, Write a paragraph about 'A Domestic Help'. Answer the following questions in your paragraph. (‘একজন গৃহ পরিচারিকা' সম্পর্কে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।)

(a) Do you have any domestic help in your house? (তোমাদের ঘরে কি কোনো গৃহপরিচারিকা আছে?)

 (b) What is his/her name? (তার(পুং/স্ত্রী) নাম কী?) 

(c) How is his personality? (তার ব্যক্তিত্ব কেমন?) 

(d) What does he/she do for you? (সে (পুং/স্ত্রী) তোমাদের জন্য কী করে?)

(e) Do you like him or her? (তোমরা কি তাকে পছন্দ কর?) 

A Domestic Help (একজন গৃহপরিচারিকা)

Ans. We have a domestic help in our family. Her name is Tania Begum. She is a very careful and organised help. She can easily manage big function. She is very obedient and responsible to her duty. She takes proper care of our family members. She supports us to keep our house neat and clean. She is truthful and honest. So we like her most. She also likes us very much. 

অনুবাদ : আমাদের পরিবারে একজন গৃহপরিচারিকা রয়েছে। তার নাম তানিয়া বেগম। সে খুবই সচেতন এবং সুসংগঠিত পরিচারিকা। সে সহজেই বড় কোন অনুষ্ঠান সম্পন্ন করতে পারে সে তার কাজে খুবই অনুগত এবং দায়িত্বশীল। সে আমাদের পরিবারের সদস্যদের প্রতি যত্ন নেয়। সে আমাদের বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখায় সাহায্য করে। সে সত্যবাদী এবং সৎ। তাই আমরা তাকে খুব পছন্দ করি। সেও আমাদেরকে খুব পছন্দ করে।

Post a Comment

0 Comments

Bottom Post Ad