Our Class-Room : Paragraph For Class 3, 4, 5(বাংলা অর্থ সহ)

👉Write a paragraph about 'Our Class Room'. Include the following things in your paragraph. ('আমাদের শ্রেণিকক্ষ' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।) 

  • Students (ছাত্রছাত্রী)
  • Desk and bench (ডেস্ক ও বেঞ্চ)
  • table and chair (টেবিল ও চেয়ার)
  • Black board (কালো তক্তা)
  • Doors and windows (দরজা ও জানালা) 
  • Clean (পরিচ্ছন্ন)

👉Or, Write a paragraph about 'Our Class Room'. Answer the following questions in your paragraph. ('আমাদের শ্রেণিকক্ষ' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ । তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও । 

(a) How many students are there? (কতজন ছাত্রছাত্রী আছে?)

(b) How many desks and benches are there? (কতগুলো ডেস্ক ও বেঞ্চ আছে?)

(c) How many tables and chairs are there? (কতগুলো টেবিল ও চেয়ার আছে।)

(d) How many black boards are there? (কতগুলো কালো তক্তা আছে?)

(e) How many doors and windows are there? (কতগুলো দরজা ও জানালা আছে?)

Our Class-room (আমাদের শ্রেণিকক্ষ)

Ans . We are the students of class four. We are forty students in our class. There are twenty desks and twenty benches for the students in our class-room. There are a table and a chair infront of us for the teachers. There is also a black board in our class-room for writing. There are three doors and six windows in the class-room. It is the largest class-room in our school. Our class-room is clean. So we like our class-room very much.

অনুবাদ : আমরা চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রী। আমাদের শ্রেণিতে চল্লিশজন ছাত্রছাত্রী আছে। আমাদের শ্রেণিতে ছাত্রছাত্রীদের জন্য ২০টি ডেস্ক ও ২০টি বেঞ্চ আছে। আমাদের শ্রেণিকক্ষের সামনে শিক্ষকদের জন্য একটি টেবিল এবং একটি চেয়ার আছে। আমাদের কক্ষে লেখার জন্য একটি কালো তক্তা আছে। আমাদের শ্রেণিকক্ষে তিনটি দরজা ও ৬টি জানালা আছে। আমাদের শ্রেণিকক্ষটিই বিদ্যালয়ের মধ্যে বড়। আমাদের শ্রেণিকক্ষটি পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা শ্রেণিকক্ষটি খুব পছন্দ করি।

Post a Comment

0 Comments

Bottom Post Ad