উপস্থাপনা : আকাইদ ইসলামের একটি মৌলিক শাস্ত্র। বিশ্বাস বিষয়ক এ শাস্ত্রটি নানা কারণে গুরুত্বপূর্ণ। ঈমানের প্রয়োজন কোন কোন বিষয়ে, কিভাবে এবং কতটুকু জরুরি সেসব বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দান করে এ শাস্ত্র।
আকাইদ বলতে কি বুঝায়
আকাইদ শব্দটি আকিদা (عقيده) শব্দের বহুবচন। এর অর্থ বিশ্বাসমালা। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয়। ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এর দুটি দিক রয়েছে। যথা— বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রায়োগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, জান্নাত-জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত।
নিম্নে এ-এর আভিধানিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে আলোচনা করা হলো ।
আকাইদ -এর আভিধানিক অর্থ :
عقائد শব্দটি عقيده এর বহুবচন। এর আভিধানিক অর্থ হচ্ছে-
১. দৃঢ়বিশ্বাস।
২. ধর্মীয় বিশ্বাস।
৩. আন্তরিক ঈমান।
৪. মযবুত বিশ্বাস।
৫. পরিপূর্ণ করা, পালন করা।
যেমন এ অর্থে পবিত্র কুরআন মাজীদে এসেছে- والذين عقدت ايمانكم فاتوهم نصيبهم, অর্থাৎ, যারা তোমাদের সাথে কৃত অঙ্গীকারসমূহ পূরণ করে, তাদেরকে তাদের অধিকার প্রদান কর।
আরও পড়ুন :- আকাইদের মৌলিক বিষয় কয়টি ও কি কি? এবং আকিদার গুরুত্ব
পারিভাষিক সংজ্ঞা :
মনীষীদের দৃষ্টিতে عقائد -এর পারিভাষিক সংজ্ঞা নিম্নরূপ-
১. ইসলামী শরীয়তের পরিভাষায়, আকাইদ এমন এক শাস্ত্র যার দ্বারা দলীল প্রমাণসহ ধর্মীয় বিশ্বাস বা আকিদাসমূহ প্রমাণ করা এবং সন্দেহ সংশয় বিদূরিত করা যায় ।
২. মুফতি আমীমুল ইহসান (র) বলেন-
আকাইদ এমন শাস্ত্র যার দ্বারা আমল ব্যতিরেকে শুধু মৌলিক বিশ্বাসকে উদ্দেশ্য করা হয় ।
৩. الموضوعات গ্রন্থে বলা হয়েছে—
هو علم يقتدر به عَلَى إِثْبَاتِ الْعَقَائِدِ الدِّينِيَّةِ بِإِبْرَادِ الْحُجَّةِ علَيْها ودفع الشَّبْهَةِ عَنْهَا
অর্থাৎ, ইলমুল আকাইদ ঐ শাস্ত্রকে বলা হয় যার দ্বারা দলীল প্রমাণসহ ধর্মীয় বিধানসমূহ প্রমাণ করা এবং সন্দেহ দূর করা সম্ভবপর হয়।
৪. আল্লামা সাদ উদ্দীন তাফতাযানী (র)-এর মতে-
এটা মূলত মহান আল্লাহর একত্ববাদ ও তাঁর সিফাত বিষয়ক শাস্ত্র, যাকে ইলমুল কালাম নামকরণ করা হয়। এ শাস্ত্র মূলত সন্দেহ সংশয়ের ঘোর অন্ধকার এবং ধারণা, কল্পনার অমানিশা থেকে মুক্তি দান করে।
৫. আল্লামা মোল্লা আলী কারী (র)-এর মতে,
এটা এমন ইলম যাতে এমন সব বিষয়ের আলোচনা হয়, যেগুলোর প্রতি ঈমান আনা আবশ্যক ।
৬. ইবনে খালদুন (র) বলেন,
যে শাস্ত্রে ঈমান সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে যুক্তিনির্ভর দলীলসমূহ দ্বারা প্রমাণ পেশ করা হয়ে থাকে, তাকে ইলমুল কালাম বা আকাইদ বলা হয়।
৭. আল ফারাবী (র) বলেছেন,
এটা জ্ঞানবিজ্ঞানের এমন এক শাখা যা মানুষকে এমন যোগ্যতা প্রদান করে যাতে সে শরীয়ত বর্ণিত আকিদাসমূহ সত্য বলে প্রমাণ করতে পারে এবং বিরোধী মতাদর্শকে খণ্ডন করতে পারে ।
বস্তুত আকাইদ দীনি বিশ্বাসের ঐ জ্ঞানের নাম যার মধ্যে আল্লাহর যাত ও সিফাত দলীল প্রমাণের আলোকে এমনভাবে আলোচনা করা হয়, যার মাধ্যমে সন্দেহ সংশয় দূরীভূত হয় এবং ঈমান সুদৃঢ় হয় ।
FAQs
১। عقائد (আকাইদ) শব্দের একবচন কি?
উত্তরঃ عقيده ( আকিদা)।
২। ইসলামের মূল ভিত্তি কি ?
উত্তরঃ আকাইদ।
৩। আকিদা সংক্রান্ত ইলম অর্জন করা কি ?
উত্তরঃ ফরজ।
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা