হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি (খাম সহ )

আল্লাহু আকবার

আজিমপুর, ঢাকা 
তারিখ : ১০. ০২. ২০২৪

প্রিয় জুয়েল, 

আমার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা নিস। অনেকদিন হলো তোর হাতের সুন্দর চিঠি আর পাই না। আগামী ২০ মার্চ আমার জন্মদিন। প্রতি বছর জন্মদিনে তোকে কাছে পাই। এবারও পাব বলে আশা করছি।

আসলে জন্মদিনে আমরা যেন নতুন করে জীবনটাকে অনুভব করি। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সান্নিধ্যে আশীর্বাদে ভালোবাসায় আমরা নতুন উৎসাহ লাভ করি। তাই বোধ হয় এ জন্মদিনের অনুষ্ঠান। সবাই মিলে দিনটি আনন্দে কাটাব। আমরা তোর জন্য অপেক্ষায় থাকব। আসবি কিন্তু।

ইতি
তোর বন্ধু
তপন শাহ 

প্রেরক
তপন শাহ
আজিমপুর,
ঢাকা
ডাকটিকেট
প্রাপক 
জুয়েল
মধুপুর,

টাঙ্গাইল

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment