হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে পত্র – খাম আঁকা সহ

এলাহী ভরসা 

নারায়ণগঞ্জ
২৭ – ১১ – ২০২৩

প্রিয় শাহীন, 

প্রীতি ও শুভেচ্ছা নিও।  আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। পরীক্ষার আগে তোমাকে লিখেছিলাম পরীক্ষা শেষ হলে আমরা সবাই মিলে বনভোজনে যাব।  আজ সেই আনন্দের সংবাদ জানিয়ে তোমাকে লিখছি। আমরা ১০ জন বন্ধু মিলে মাইক্রোবাস নিয়ে আগামী ১০ জানুয়ারি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি বনভোজনে যাচ্ছি। 

তুমিও আমাদের সঙ্গে যাচ্ছ। একদিন আগেই আমাদের এখানে চলে আসবে। তুমি থাকলে সবাই মিলে আমরা এ বনভোজন উপভোগ করবো।  আজ এখানেই শেষ করছি। তোমার আব্বা এবং আম্মাকে আমার সালাম দিও। 


প্রেরক

নাম – কাওসার
গ্রাম – কাশীপুর
ডাক ঘর- কাশীপুর
জেলা – নারায়ণগঞ্জ ।
ডাকটিকেট
 প্রাপক 
 নাম – শাহীন
 গ্রাম – চান্দশী

 ডাক ঘর- নগর
জেলা – কুমিল্লা

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment