দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ : ভাব সম্প্রসারণ

মূলভাব : দুর্নীতি আমাদের সমাজ ব্যবস্থায় মারাত্মক অভিশাপ ।

সম্প্রসারিত ভাব : দুর্নীতির করাল গ্রাসে জাতীয় জীবনে নেমে এসেছে দারুণ সংকট। যারা দুর্নীতি করে তারা অন্ধলোভের বশীভূত হয়ে নানা ধরনের অন্যায় ও অনিয়ম করে চলে । তারা কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্যেই কাজ করে যায়। এতে যে সমাজ জীবনে নেমে আসবে বিপর্যয় ও দুঃখ-কষ্ট, সে দিকে তাদের কোন খেয়াল থাকে না। তারা নিজের ভাগ্যকে বদলানোর জন্যে অন্যায় ও অনিয়মের মত হীন প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু তার এহেন কাজকর্মের ফলে জাতি যে পঙ্গুত্ব বরণ করে বিশ্বের কাছে হেয় প্রতিপন্ন হয় এবং আমরা দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে চিহ্নিত হই তাতে তাদের কিছু যায় আসে না। দুর্নীতিবাজদের কারণে জাতির উন্নতির পথ বন্ধ হয়ে যায়। 

সমাজে বিরাজ করে অশান্তি, বেড়ে যায় অপরাধপ্রবণতা। তাই দুর্নীতির অভিশাপ দেশ ও জাতির সর্বনাশ ঘটায়। পৃথিবীর ইতিহাসে যেসব জাতি উন্নতির দিকে অগ্রসর হয়েছে, তার পেছনে কাজ করেছে ন্যায়, সততা ও নিষ্ঠা। সততা ও ন্যায়ের পথে অগ্রসর হলে জাতীয় উন্নতি লাভ করা যায়। অপরদিকে জাতীয় জীবনে দুর্নীতি প্রবেশ করলে জাতির উন্নতির পথে রুদ্ধ হয়ে যায়। কাজেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করে জাতীয় জীবনে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলকেই আত্মনিয়োগ করা উচিত। আর দুর্নীতিবাজদের সম্মিলিতভাবে প্রতিরোধের জন্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তি পর্যায়ে সোচ্চার হয়ে এর মূল উৎপাটন করা প্রয়োজন। তাহলে জাতির ভবিষ্যৎ জীবন প্রাণবস্ত হয়ে ওঠবে। এতে জাতি সমাজ লাভবান হতে পারবে।

মন্তব্য : জাতীয়জীবনে দুর্নীতি ও অনাচার দূর করে সবাইকে সত্য প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে।

Post a Comment

0 Comments

Bottom Post Ad