মূলভাব : এ জগতের মাঝে উত্তম পন্থায় চলতে দৃঢ় প্রত্যয়ের প্রয়োজন।
সম্প্রসারিত ভাব : উত্তম এবং অধম এ দুটো পরস্পর বিরোধী শব্দ । একটি ঘৃণিত অপরটি প্রশংসিত। পৃথিবীতে অধম ব্যক্তিই বেশি দেখা যায়। উত্তম ব্যক্তির সংখ্যা অতি নগণ্য। স্বীয় স্বার্থ চরিতার্থ করার জন্যে অন্যের সর্বনাশ করতে অধমেরা কোনো সময় কুণ্ঠাবোধ করে না। অধমেরা নিজের ভোগ-বিলাসের প্রয়োজনে সমাজের যে কোনো ক্ষতি সাধন করতে পারে। এক্ষেত্রে উত্তমরা অধমের কাছে হেরে যায়। তাদের মধ্যে দু-একজন যখন উত্তম হতে চান তখন অধমের ভোগ-বিলাসের প্রতিযোগিতায় তারাও হার মানে । কিন্তু এতসব প্রতিকূল অবস্থায়ও সমাজে কিছু লোক উত্তম হয়ে বেঁচে থাকতে চায় । কারণ, উত্তম হয়ে বেঁচে থাকতেই অপার আনন্দ ।
মন্তব্য : শ্রেষ্ঠত্ব প্রাপ্তির জন্যে পরশ্রীকাতরতা বর্জন করা উচিত ।