বাংলা গুরুত্বপূর্ণ বাগধারা (MCQ) - পর্ব - ১

১। বাগধারার অপর নাম কী ?

(ক) স্বরভঙ্গি। 
(খ) বাগভঙ্গি। 
(গ) বাগবিধি। 
(ঘ)বাগকলা। 

২। 'পটল তোলা শব্দের অর্থ কী?

(ক) ফল পাওয়া। 
(খ) দেখা। 
(গ) শাখা। 
(ঘ) মারা যাওয়া। 

৩। 'অত্যন্ত অলস' - বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

(ক) কুঁড়ের বাদশা। 
(খ) রাঘব বোয়াল। 
(গ) চাটুকার। 
(ঘ) ফুলবাবু। 

৪। কোন বাগধারাটির অর্থ 'নিলজ্জ'?

(ক) চিনির বলদ। 
(খ) কান কাটা। 
(গ) ঠোঁটকাটা। 
(ঘ) জিলাপির প্যাঁচ। 

৫। ‘ক্ষণস্থায়ী' বুঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

(ক) পুকুরচুরি। 
(খ) ভরাডুবি। 
(গ) মগের মুল্লুক। 
(ঘ) বালির বাঁধ। 

৬। ভাগ্য পরিবর্তন কোন বাগধারাটির অর্থ?

(ক) এলাহি কাণ্ড। 
(খ) কড়ায় গণ্ডায়। 
(গ) কপাল ফেরা। 
(ঘ) আধকপালে। 

৭। শব্দের আভিধানিক অর্থই-

(ক) বাচ্যার্থ। 
(খ) লক্ষ্যার্থ। 
(গ) যোগ্যতা। 
(ঘ) আসক্তি। 

৮। যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

(ক) বাচ্যার্থ। 
(খ) লক্ষ্যার্থ। 
(গ) মৌলিক অর্থ। 
(ঘ) বাগধারা। 

৯। কার্যবিরতি অর্থে নিচের কোনটি প্রযোজ্য?

(ক) হাত করা। 
(খ) হাত গুটান। 
(গ) হাত থাকা। 
(ঘ) হাত আসা। 

১০। 'হাত' গুটিয়ে বসে আছ কেন?- বাক্যে 'হাত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) দক্ষতা। 
(খ) আয়ত্তে আনা। 
(গ) হস্তচ্যুত হওয়া। 
(ঘ) কার্যে বিরতি। 

১১। এ কাজের ফল হাতে হাতে পাবে।”- এখানে হাত' কোন অর্থ প্রকাশ করেছে?

(ক) বিলম্বে। 
(খ) কাগজে কলমে। 
(গ) অবিলম্বে। 
(ঘ) হাতের দ্বারা। 

১২। কোনটি 'রোগ' অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) মাথাধরা। 
(খ) মাথাব্যথা। 
(গ) মাথা খাওয়া। 
(ঘ) মাথা ঘামান। 

১৩। 'আগ্রহ' বুঝাতে 'মাথা' শব্দের ব্যবহার কোনটি?

(ক) মাথাধরা। 
(খ) মাথাব্যথা। 
(গ) মাথা দেয়া। 
(ঘ) মাথা ঘামান। 

১৪। 'কাঁচা সোনা'-এর অর্থ কোনটি?

(ক) ভেজাল স্বর্ণ। 
(খ) নিখাদ স্বর্ণ। 
(গ) খাদ্যযুক্ত স্বর্ণ। 
(ঘ) গলিত স্বর্ণ। 

১৫। 'কাঁচা' শব্দটি কোনটিতে 'গুরুত্বহীন কথা' অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) কাঁচা কথা। 
(খ) কাঁচা বয়স। 
(গ) কাঁচা সোনা। 
(ঘ) কাঁচা ইট। 

১৬। 'অপরিণত' অর্থে 'কাঁচা' শব্দের ব্যবহার কোনটি?

(ক) কাঁচা রাস্তা। 
(খ) কাঁচা সোনা। 
(গ) কাঁচা বয়স। 
(ঘ) কাঁচা আম। 

১৭। 'বিধির বিড়ম্বনা'- এর বাগ্ধারা কী?

(ক) অলক্ষ্মীর দশা। 
(খ) অগ্নিপরীক্ষা। 
(গ) অদৃষ্টের পরিহাস। 
(ঘ) আটকপালিয়া। 

১৮। 'অহি-নকুল'- শব্দের অর্থ কী?

(ক) ভীষণ শত্রুতা। 
(খ) সামান্য লোক। 
(গ) উঠে পড়ে লাগা। 
(ঘ) ভীষণ চক্রান্ত। 

১৯। 'দুর্লভ বস্তু' অর্থে বাগধারা-

(ক) আকাশ কুসুম। 
(খ) অমাবস্যার চাঁদ। 
(গ) একাদশে বৃহস্পতি। 
(ঘ) অরণ্যে রোদন। 

২০। 'আকাশকুসুম'- কথাটির অর্থ কী?

(ক) ভয়াবহ সময়। 
(খ) অদৃশ্যবস্তু। 
(গ) অসম্ভব কল্পনা। 
(ঘ) মূল্যহীন। 

২১। 'আক্কেল সেলামি' বাগধারাটিতে কী বুঝায়?

(ক) বড়দের সম্মান করা। 
(খ) বড়দের সম্মান না করা। 
(গ) জরিমানা। 
(ঘ) ট্রেন ভাড়া। 

২২। আটকপালে'- বাগধারাটির অর্থ কী?

(ক) অলক্ষীর দশা । 
(খ) অগ্নিপরীক্ষা। 
(গ) অদৃষ্টের পরিহাস। 
(ঘ) হতভাগ্য। 

২৩। নিতান্ত মন্দভাগ্য' বুঝাতে বাগধারার ব্যবহার কোনটি?

(ক) আটকপালে। 
(খ) ইঁদুর কপালে। 
(গ) ছাপোষা। 
(ঘ) ব্যাঙের আধুলি। 

২৪। উড়ো চিঠি' দ্বারা কী বুঝায়?

(ক) বিমানযোগে আসা পত্র। 
(খ) ডাকযোগে আসা পত্র। 
(গ) বেনামী পত্র। 
(ঘ) গোপনীয় পত্র। 

২৫। 'এসপার ওসপার'- বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

(ক) সংঘর্ষ। 
(খ) তাগাদা। 
(গ) মীমাংসা। 
(ঘ) কিছু একটা। 

২৬। সুসময় ও সৌভাগ্য বুঝাতে কোন বাগধারার ব্যবহার হয়?

(ক) সুখের পায়রা। 
(খ) সোনায় সোহাগা। 
(গ) মানিক জোড়। 
(ঘ) একাদশে বৃহস্পতি। 

২৭। কৈ মাছের প্রাণ -বাগ্ধারাটির অর্থ কী?

(ক) নীরোগ শরীর। 
(খ) প্রভাবশালী। 
(গ) যা সহজে মরে না। 
(ঘ) ধামাধরা। 

২৮। গড্ডালিকা প্রবাহ - বাগধারাটির সঠিক বাক্য কোনটি?

(ক) তুমি বড় গড্ডলিকায় আছে। 
(খ) গড্ডলিকা প্রবাহে যারা গা ভাসিয়ে দেয়, আমি তাদের দলে নেই। 
(গ) গড্ডালিকা প্রবাহে কেউ বাঁচে না। 
(ঘ) গড্ডালিকা প্রবাহ খুবই খারাপ। 

২৯। অন্ধ অনুকরণ- এর বাগ্ধারা কী?

(ক) গৌরচন্দ্রিকা । 
(খ) গড্ডালিকা প্রবাহ। 
(গ) চর্বিত চর্বণ। 
(ঘ) হ্রস্বদীর্ঘ জ্ঞান। 

৩০। গদাই লঙ্করি চাল- কথাটির অর্থ কী?

(ক) অতি ধীরগতি। 
(খ) আভিজাত্য। 
(গ) আধুনিকতা। 
(ঘ) অতি দ্রুতগতি । 

৩১। গোল্লায় যাওয়া- বাগধারাটির অর্থ কী?

(ক) নষ্ট হওয়া। 
(খ) অসৎ কাজ। 
(গ) খারাপ কাজ যাওয়া। 
(ঘ) দোষের কাজ করা। 

৩২। গোবর গণেশ - বাগধারাটির অর্থ কী?

(ক) গোবরের মত আবর্জনা। 
(খ) প্রতারক। 
(গ) চালাক। 
(ঘ) মূর্খ। 

৩৩। গোঁফ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়?

(ক) খুব চৌকস অর্থে। 
(খ) নিতান্ত অলস অর্থে। 
(গ) বড় গোঁফ আছে অর্থে। 
(ঘ) চাটুকার অর্থে। 

৩৪। বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?

(ক) চোখের বালি। 
(খ) চোখের মণি। 
(গ) চোখের পর্দা। 
(ঘ) চোখের জল। 

৩৫। ঠোঁটকাটা'- বাগধারাটির অর্থ কী ?

(ক) রাগী লোক। 
(খ) বেয়াড়া লোক। 
(গ) মন্দ লোক। 
(ঘ) বেহায়া। 

৩৬। তাসের ঘর- অর্থ কী?

(ক) তাস খেলার ঘর। 
(খ) ক্ষণস্থায়ী বস্তু। 
(গ) দীর্ঘস্থায়ী। 
(ঘ) পূর্ণস্থায়ী। 

৩৭। তামার বিষ অর্থ কী?

(ক) ক্ষণস্থায়ী বস্তু। 
(খ) অর্থের কুপ্রভাব। 
(গ) তীব্র জ্বালা। 
(ঘ) অসম্ভব বস্তু। 

৩৮। ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নিচের কোন বাগধারাটিতে?

(ক) ননীর পুতুল। 
(খ) দুধের মাছি। 
(গ) দহরম-মহরম। 
(ঘ) চাঁদের হাট। 

৩৯। দুধের মাছি- প্রবাদটির অর্থ কী?

(ক) সুসময়ের বন্ধু। 
(খ) স্বার্থপর ব্যক্তি। 
(গ) বেহায়া। 
(ঘ) চালবাজি লোক। 

৪০। ছেলে তো নয় যেন ননীর পুতুল”- উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ করেছে?

(ক) ব্যঙ্গ প্রকাশ। 
(খ) বিরক্তি প্রকাশ। 
(গ) বিকল্প প্রকাশ। 
(ঘ) আদব প্রকাশ। 

৪১। একগুঁয়ে কথাটি কোন বাগধারা দিয়ে প্রকাশ পায়?

(ক) রাঘব বোয়াল। 
(খ) গোঁয়ার গোবিন্দ। 
(গ) উড়নচন্ডী। 
(ঘ) নেই আঁকড়া। 

৪২। দলপতি অর্থে বাগ্‌ধারা কোনটি?

(ক) রুই-কাতলা। 
(খ) রাঘব বোয়াল। 
(গ) ভূষণ্ডির কাক। 
(ঘ) পালের গোদা। 

৪৩। সর্দার অর্থে বাগ্‌ধারা কোনটি?

(ক) ননীমাধব মাটির মানুষ। 
(খ) তিনি স্কুলের প্রধান শিক্ষক। 
(গ) চুনো পুঁটিরাই ধরা পড়ে, পালের গোদাকে ধরা যায় না। 
(ঘ) শিহাব সাহেব খুব নামকরা লোক। 

৪৪। বিড়াল, তপস্বী- কী অর্থে ব্যবহৃত হয়?

(ক) নিরেট মূর্খ। 
(খ) ঘুষখোর। 
(গ) কপট ব্যক্তি। 
(ঘ) ভণ্ড সাধু। 

৪৫। কপটাচারী শব্দটির বাগ্‌ধারা কোনটি?

(ক) ভিজে বিড়াল। 
(খ) ভূষণ্ডির কাক। 
(গ) হাড় হাবাতে। 
(ঘ) ফপর দালালি। 

৪৬। মনিকাঞ্চন যোগ-এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?

(ক) দহরম-মহরম। 
(খ) কেতাদুরস্ত। 
(গ) সোনায় সোহাগা। 
(ঘ) শিরে সংক্রান্তি। 

৪৭। কোন বাগধারাটি ভিন্নার্থক?

(ক) আদায়-কাঁচকলায়। 
(খ) অহি-নকুল। 
(গ) রুই-কাতলা। 
(ঘ) দা-কুমড়া। 

৪৮। যারা বাইরের ঠাঁট বজায় রেখে চলে- এর অর্থে প্রকাশক বাগধারা কোনটি?

(ক) ব্যাঙের আধুলি। 
(খ) রাশভারী। 
(গ) লেফাফা দুরস্ত। 
(ঘ) ভিজে বেড়াল। 

৪৯। অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে কী বলে?

(ক) শাপেবর। 
(খ) তামার বিষ। 
(গ) একাদশে বৃহস্পতি। 
(ঘ) উড়ো খৈ গোবিন্দায় নমঃ। 

৫০। সাক্ষী গোপাল - বাগধারাটির অর্থ কোনটি?

(ক) অপদার্থ। 
(খ) মূর্খ। 
(গ) নিরেট বোকা। 
(ঘ) নিষ্ক্রিয় দর্শক। 


Post a Comment

0 Comments