বহুব্রীহি সমাস কাকে বলে?কত প্রকার।প্রত্যেকটির সংজ্ঞা সহ উদাহরণ

সংজ্ঞা : যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটিরই অর্থ না বুঝিয়ে সমস্তপদে অন্য কোনো ব্যক্তি বা বস্তু পদার্থকে বুঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।

(toc) Table Of Contens

বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • নদী মাতা যার = নদীমাতৃক
  • স্ত্রীর সাথে বর্তমান = সন্ত্ৰীক
  • দৃঢ় প্রতিজ্ঞা যার = দৃঢ়প্রতিজ্ঞ
  • যুবতী জায়া যার = যুবজানি
  • মেঘের মত নাদ করে যে = মেঘনাদ ।

বহুব্রীহি সমাসের শ্রেণিবিভাগ :

বহুব্রীহি সমাস কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন :

১। সমানাধিকরণ বহুব্রীহি : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসের পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। 

সমানাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • পীত অম্বর যার = পীতাম্বর
  • ছন্ন মতি যার = মতিচ্ছন্ন
  • দৃঢ় প্রতিজ্ঞা যার = দৃঢ় প্রতিজ্ঞ
  • কৃত অঞ্জলি যৎকৃতক = কৃতাঞ্জলি
  • গৌর অঙ্গ যার = গৌরাঙ্গ
  • দশ আনন যার = দশানন
  • হত ভাগ্য যার = হতভাগা
  • খোশ মেজাজ যার = খোশমেজাজ
  • সুন্দর শ্রী যার = সুশ্রী
  • নত হয়েছে জানু যার = নতজানু

আরও পড়ুন : কর্মধারয় সমাস কাকে বলে?কত প্রকার।প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ

২। ব্যধিকরণ বহুব্রীহি : 

সংজ্ঞা : পূর্ব পদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে সে বহুব্রীহি সমাসকে ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলে। এই সমাসে সাধারণত উভয়পদে পৃথক বিভক্তি থাকে। 

ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • ধর্মে প্রাণ যার = ধর্মপ্রাণ
  • নদী মাতা যার = নদীমাতৃক 
  • আশীতে বিষ যার = আশীবিষ
  • পাপে মতি যার = পাপমতি
  • ধর্মে মতি যার = ধর্মমতি
  • বীণা পাণিতে যার = বীণাপাণি
  • পদ্ম নাভিতে যার = পদ্মনাভ
  • বজ্র পাণিতে যার = বজ্রপাণি

ব্যতিক্রম : পরপদ কৃদন্ত বিশেষণ হলে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন :

  • ছা পোষে যে = ছা-পোষা
  • বোঁটা খসেছে যার = বোঁটাখসা
  • পা চাটে যে = পা-চাটা
  • ধামা ধরে যে = ধামাধরা
  • পাতা ছেড়া যার = পাতাছেড়া
  • পাতা চাটা যার = পাতাচাটা

৩। ব্যতিহার বহুব্রীহি :

সংজ্ঞা : একই শব্দের দ্বিরুক্তিতে যে বহুব্রীতি সমাস হয় তাকে ব্যতিহার বহুব্রীতি সমাস বলে।  এ সমাসে পূর্বপদে ‘আ’এবং পরপদে ‘ই’ যোগ হয়। 

ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • দন্তে দন্তে যে যুদ্ধ = দম্ভাদন্তি
  • কানে কানে যে কথা = কানাকানি
  • হাতে হাতে যে লড়াই = হাতাহাতি
  • বকায় বকায় যে বাক যুদ্ধ = বকাবকি
  • গলায় গলায় যে মিলন = গলাগলি
  • লাঠিতে লাঠিতে যে মারামারি = লাঠালাঠি 
  • বলায় বলায় যে কথা = বলাবলি
  • কোলে কোলে যে মিলন = কোলাকুলি

আরও পড়ুন : তৎপুরুষ সমাস কাকে বলে?  কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিস্তারিত

৪। মধ্যপদলোপী বহুব্রীহি : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মাঝের পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে। 

মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • মৃগের নয়নের ন্যায় নয়ন যার = মৃগনয়না
  • চন্দ্রের ন্যায় বদন যে নারীর = চন্দ্রবদনা
  • মুলার ন্যায় দাঁত আছে যার = মুলাদাঁতী।
  • বিম্বের ন্যায় রক্তিম অধর যার- বিম্বধরা
  • স্বর্ণের মতো আভা যার = স্বর্ণাভ

৫। নঞ বহুব্রীহি : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসের পূর্বপদ নঞর্থক বা নিষেধার্থক অব্যয়, তাকে নঞ বহুব্রীহি সমাস
বলে। 

নঞ  বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • ন (নাই) সীমা যার = অসীম
  • ন (নাই) জ্ঞান যার - অজ্ঞান
  • বে (নাই) চাল যার- বেচাল
  • নির (নাই) ভেজাল যাতে = নির্ভেজাল।
  • অ (নাই) আদি যার = অনাদি
  • নি (নাই) ভুল যার= নির্ভুল
  • নি (নাই) ভয় যার - নির্ভীক
  • বে (নাই) হুঁশ যার = বেহুঁশ
  • বি (গত হয়েছে) পত্নী যার = বিপত্নীক
  • অ (নাই) অন্ত যার = অনন্ত 
  • বে (নাই) ইমান যার = বেইমান
  • নির ( নাই) দোষ যার =নির্দোষ

৬। অলুক বহুব্রীহি : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলে। 

অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • ছড়ি হাতে যার= ছড়ি-হাতে
  • গলায় গামছা যার = গলায়-গামছা
  • জুতা পায়ে যার = জুতা-পায়ে
  • গায়ে হলুদ দেয় যে অনুষ্ঠানে = গায়েহলুদ
  • মাথায় পাগড়ি যার = মাথায় পাগড়ি
  • হাতে খড়ি দেয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি
  • হাতে বেড়ি যার = হাতে-বেড়ি
  • কানে খাটো যে = কানে-খাটো

৭। সংখ্যাবাচক বহুব্রীহি : 

সংজ্ঞা : যদি পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হয় এবং সমস্ত পদটি বিশেষণ পদ বোঝায়, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে। এ সমাসে সমস্তপদে ‘আ’, ‘ই’, ‘সা’, ‘ঈ’ যুক্ত হয়।

সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • দশ আনন যার = দশানন
  • তিন পায়া যার = তেপায়া 
  • চার হাত পরিমাণ = চারহাতি
  • পঞ্চ আনন যার = পঞ্চানন
  • সে (তিন) তার যে যন্ত্রের = সেতার 
  • চৌ (চার) চালা যার = চৌচালা।
  • দশ গজ পরিমাণ যার = দশগজী 
  • দুই নল যার = দুনালা

৮। প্রত্যয়ান্ত বহুব্রীহি : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাসের সমস্তপদে ‘আ’, ‘এ’, ‘ও’ ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলে। 

প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • এক দিকে চোখ যার = একচোখা
  • নি (নাই) খরচ যার = নিখরচে
  • দুই দিকে মন যার = দোমনা
  • ঘরের দিকে মুখ যার = ঘরমুখো
  • দুই দিকে টান যার = দোটানা।
  • দুই তলা যার = দোতলা।

৯। সহার্থক বহুব্রীহি : 

সংজ্ঞা : সহার্থক বা তুল্য পদের সঙ্গে বিশেষ্য পদের যে বহুব্রীহি সমাস হয়, তাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। 

সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • পুত্রের সহিত বর্তমান = সপুত্ৰক 
  • স্ত্রীর সহিত বর্তমান = সস্ত্রীক
  • অর্থের সঙ্গে বর্তমান = সার্থক
  • বান্ধবের সহিত বৰ্তমান = সবান্ধব
  • বাকে (কথা) সঙ্গে বর্তমান = সবাক
  • সমান বা একই পতি যার = সপত্নী

১০।  নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস : 

সংজ্ঞা : যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয়, তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। 

নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ :

  • জীবিত থেকেও মৃত = জীবনৃত
  • দুদিকে অপ যার = দ্বীপ
  • নরাকারের যে পশু = নরপশু 
  • পণ্ডিত হয়েও যে মুর্খ = পণ্ডিতমূর্খ।

Post a Comment

0 Comments