হোম পদার্থ রসায়ন জীব ইসলামিক

যত মত তত পথ – ভাবসম্প্রসারণ

যত মত তত পথ ভাবসম্প্রসারণ

মূলভাব : মতামতের যেমন কোন শেষ নেই, পথেরও তেমন কোন নির্দিষ্ট গতি নেই ।

সম্প্রসারিত ভাব : এই ধরাধামে নানা রকম মানুষের বসবাস। এসব মানুষ ধর্মে, বর্ণে, সম্প্রদায়ে, জাতিতে ইত্যাদি শ্রেণীতে বিভক্ত। পৃথিবীতে কোন মানুষই এক ধরনের মানসিকতা, এক ধরনের চিন্তা-চেতনা, এক ধরনের ধর্মীয় অনুভূতি, এক ধরনের সাম্প্রদায়িক ভাবনা, এক ধরনের বৈজ্ঞানিক ও দার্শনিক ধারণা পোষণ করে না। তাদের মধ্যে রয়েছে মতের অমিল, চিন্তা ও চেতনার তফাৎ, জাতিগত ও ধর্মগত প্রভেদ ইত্যাদি। এত ধরনের মানুষের আবাসভূমি এই পৃথিবীতে। তাই বলে কোন গুরুতর সংঘাত বা ধ্বংস নেমে আসে নি । কারণ, নানা মুনির, নানা মত যেমন রয়েছে, তেমন রয়েছে নানারকম পথ। মত ও পথের এই স্বাতন্ত্র্যের জন্যই মূলত পৃথিবীতে আজো স্থিতিশীলতা বিরাজ করছে; নতুবা অনিয়ম ও উশৃঙ্খলতায় আকীর্ণ হয়ে যেতো এই মাটির পৃথিবী ।

মুসলিম সম্প্রদায় এক আল্লাহর আনুগত্য মেনে চলে, হযরত মুহম্মদ (স)-কে তারা নবী ও রাসূল বলে মানে। পক্ষান্তরে খ্রিস্টান সম্প্রদায় তিনজন ঈশ্বরকে বিশ্বাস করে। আবার, ভারতীয় দার্শনিকরা এক ধরনের দার্শনিক মতামত উপস্থাপিত করে যার সাথে চৈনিক কিংবা মুসলিম দর্শনের কোন মিল খুঁজে পাওয়া যায় না। তাদের মত ও পথের স্বাতন্ত্রের জন্যই মূলত কোন সংঘাতের পরিবর্তে তারা এই পৃথিবীতে শান্তি পূর্ণ সহাবস্থান করে আসছে।

মূল্যায়ন : বস্ততঃ মতের সাথে পথের স্বাতন্ত্র্য রয়েছে বলেই আজো পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধির সুবাতাস বইছে।

শিক্ষাগার

প্রতিষ্ঠাতা সম্পর্কে

মাহমুদুল হাসান

শিক্ষাগত যোগ্যতা
গণিতে অনার্স ও মাস্টার্স

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ফাজিল সম্পন্ন

গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা

বিশেষ দক্ষতা

বাংলা সাহিত্য • গণিত • ইসলামিক শিক্ষা

অভিজ্ঞতা

শিক্ষকতা ও ৫+ বছর কন্টেন্ট রাইটিং

আমাদের লক্ষ্য

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী প্রদান করা। ২০২৩ সাল থেকে লাখো শিক্ষার্থী শিক্ষাগার থেকে উপকৃত হচ্ছে।

Leave a Comment