সংজ্ঞা : ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে । কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলে। যেমন :-
| ধাতু প্রকৃতি | কৃৎ প্রত্যয় | কৃদন্ত শব্দ |
|---|---|---|
| √ পাঠ | অক | পাঠক |
| √গম্ | তব্য | গন্তব্য |
| √ লাজ্ | উক | লাজুক |
কৃৎ প্রতয়ের প্রকারভেদ :
কৃৎ প্রত্যয় দুই প্রকার। যথা-
১। খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়।
২। সংস্কৃত কৃৎ প্রত্যয়।
খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় :
সংজ্ঞা : খাঁটি বাংলা ক্রিয়ামূল বা ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় বলে। যেমন-
| ধাতু প্রকৃতি | বাংলা কৃৎ প্রত্যয় | কৃদন্ত শব্দ |
|---|---|---|
| √নাচ | অন | নাচন |
| √ডুবু | উড়ি | ডুবুরি |
| √ ছাক | নি | ছাকনি |
সংস্কৃত কৃৎ প্রত্যয় :
সংজ্ঞা : সংস্কৃত ক্রিয়ামূল বা ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত কৃৎ প্রত্যয় বলে। যেমন-
| ধাতু প্রকৃতি | সংস্কৃত কৃৎ প্রত্যয় | কৃদন্ত শব্দ |
|---|---|---|
| √গৈ | অক | গায়ক |
| √পঠ | ইত | পঠিত |
| √গম | তব্য | গন্তব্য |
আরও পড়ুন : প্রকৃতি ও প্রত্যয় : সংজ্ঞা, প্রকারভেদ, উদাহরণ ও পার্থক্য
তদ্ধিত প্রত্যয় :
বিভক্তিহীন নামপদ বা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে তদ্ধিত প্রত্যয় বলে । তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন-
| নাম প্রকৃতি | তদ্ধিত প্রত্যয় | তদ্ধিতান্ত শব্দ |
|---|---|---|
| √ঢাকা | আই | ঢাকাই |
| √মাস | ইক | মাসিক |
| √সর্ব | দা | সর্বদা |
তদ্ধিত প্রত্যয়ের প্রকারভেদ :
তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা-
১। খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয়।
২। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
৩। বিদেশি তদ্ধিত প্রত্যয় ।
খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয় :
সংজ্ঞা : খাঁটি বাংলা নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে খাঁটি বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন-
| নাম প্রকৃতি | বাংলা তদ্ধিত প্রত্যয় | তদ্ধিতান্ত শব্দ |
|---|---|---|
| √বোমা | আরু | বোমারু |
| √শাখা | আরী | শাখারী |
| √ পেট | উক | পেটুক |
সংস্কৃত তদ্ধিত প্রত্যয় :
সংজ্ঞা : যে প্রত্যয় সংস্কৃত নাম প্রকৃতির সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। যেমন-
| নাম প্রকৃতি | সংস্কৃত তদ্ধিত প্রত্যয় | তদ্ধিতান্ত শব্দ |
|---|---|---|
| √ জনক | ই | জনকি |
| √ তিল | অ | তৈল |
| √ বুদ্ধি | মান | বুদ্ধিমান |
বিদেশি তদ্ধিত প্রত্যয় :
সংজ্ঞা : বিদেশি নাম শব্দের সাথে বিদেশি যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। যেমন-
| নাম প্রকৃতি | বিদেশি তদ্ধিত প্রত্যয় | তদ্ধিতান্ত শব্দ |
|---|---|---|
| √ ঘুষ | খোর | ঘুষখোর |
| √ বাবু | গিরি | বাবুগিরি |
| √ মোহর |
আনা | মোহরানা |