পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একক সমূহ: বিস্তারিত তালিকা

পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একক সমূহের বিস্তারিত তালিকা এখানে আলোচনা করা হয়েছে । এবং সবগুলো একসাথে কয়েকটি পর্যায়ে বিভক্ত করে ছক আকারে দেখানো হলো - 

(toc) Table Of Contens

গতি সম্পর্কিত এককসমূহ :

ভরবেগের একক কিলোগ্রাম-মিটার/ সেকেন্ড(kgms-1)
বলের পরম একক নিউটন (N)
বেগের একক মিটার/সে. (ms-1)
দ্রুতির একক মিটার/সে. (ms-1)
ত্বরণ ও মন্দনের একক মিটার/সে2. (ms-2)
বলের অভিকর্ষীয় একক কিলোগ্রাম-ওজন (kgwt)

কৌণিক বেগ সম্পর্কিত এককসমূহ :

কৌণিক বেগের একক রেডিয়ান/সে. (rads-1)
কৌণিক বেগের একক গ্রেডিয়ান/সে. (gras-1))
কৌণিক বেগের একক ডিগ্রি / সে. (degs-1)
কৌণিক ত্বরণের একক রেডিয়ান/সে 2(rads-2)
বলের বা দ্বন্দ্বের মোমেন্টের একক নিউটন-মিটার (Nm)
জড়তার মোমেন্টের একক নিউটন - মিটার2 (Nm2)

কাজ, ক্ষমতা ও শক্তি সম্পর্কিত এককসমূহ :

কাজের ব্যবহারিক একক জুল (J)
কাজের পরম বা নিরপেক্ষ একক জুল (J)
পারমাণবিক পদার্থ বিজ্ঞানে কাজের একক ইলেকট্রন– ভোল্ট (eV)
1 ইলেকট্রন-ভোল্ট 1.6 × 10 -19 জুল
ক্ষমতার একক জুল / সে. (Js-1)
ক্ষমতার যান্ত্রিক ব্যবহারিক একক অশ্ব-ক্ষমতা (HP)
ক্ষমতার বৈদ্যুতিক ব্যবহারিক একক ওয়াট (W)
শক্তির একক = কাজের একক জুল (J)

আরও পড়ুন : পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারকদের নামের তালিকা

মহাকর্ষ ও অভিকর্ষ সম্পর্কিত এককসমূহ :

মহাকর্ষীয় ধ্রুবকের একক নিউটন- মিটার2 / কিলোগ্রাম2 (Nm2kg-2)
অভিকর্ষজ ত্বরণ মিটার/সে 2(ms-2)
ওজনের একক নিউটন (N)

পদার্থের গঠন সম্পর্কিত এককসমূহ:

পীড়নের পরম একক নিউটন / বর্গমিটার (Nm-2)
পৃষ্ঠটান এর পরম একক নিউটন / মিটার (Nm-1)
চাপের একক নিউটন / বর্গমিটার (Nm-2)
ঘনত্বের একক কিলোগ্রাম / ঘনমিটার (kgm-3)

শব্দ সম্পর্কিত এককসমূহ :

শব্দের বেগের একক মিটার / সে. (ms-1)
শব্দের কম্পাংকের একক হার্জ (Hz)
শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের একক মিটার (m)
শব্দের তীব্রতার একক ডেসিবল (dB)

তাপ গতিবিদ্যা সম্পর্কিত এককসমূহ :

তাপের একক ক্যালরি (জুল)
তাপমাত্রার একক সেন্টিগ্রেড, ফারেনহাইট, রোমার, কেলভিন
দৈর্ঘ্য প্রসারণ গুণাংকের একক C -1বা F -1বা R -1
আপেক্ষিক তাপের একক জুল / (কিলোগ্রাম × কেলভিন) ( J kg-1K-1)
সুপ্ত তাপের একক জুল / কিলোগ্রাম ( Jkg-1)
তাপের যান্ত্রিক সমতার একক আর্গ/ ক্যালরি (arg/cal) (C.G.S)

আরও পড়ুন : বিভিন্ন রাশির নাম, সংকেত, একক ও মাত্রা - PDF

বিদ্যুৎ প্রবাহ সম্পর্কিত এককসমূহ :

চার্জের একক কুলম্ব (C)
বৈদ্যুতিক প্রাবল্যের একক নিউটন / কুলম্ব (NC-1)
বৈদ্যুতিক বিভবের একক ভোল্ট (V)
বিদ্যুৎ ধারকত্বের একক ফ্যারাডে
বিদ্যুৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার (A)
রোধের একক ওহম (Ω)
বৈদ্যুতিক পরিবাহীতার একক মহো
বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট (W)
বৈদ্যুতিক রাসায়নিক সম-তুলের একক গ্রাম / কুলম্ব
স্বকীয় আবেশ গুণাংকের একক হেনরি

চুম্বক সম্পর্কিত এককসমূহ :

চুম্বকের আকর্ষণ/বিকর্ষণ বলের একক ডাইন (dyne) (C.G.S)
চুম্বকের বিভবের একক আর্গ / মেরুশক্তি
চৌম্বক প্রাবল্যের একক ওয়েরস্টেড (C.G.S)
চুম্বকের মেরুশক্তির একক ডাইন / ওয়েরস্টেড (C.G.S)
চৌম্বক মোমেন্টের একক ডাইন-সেমি / ওয়েরস্টেড (C.G.S)

আলো সম্পর্কিত এককসমূহ :

আলোক প্রবাহের একক লুমেন
লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার (D)
আলোকের বেগের একক মিটার/সে. (ms-1)
গ্রহ-নক্ষত্রের দূরত্ব মাপার একক আলোকবর্ষ
এক আলোক বর্ষ 9.4608 × 1012 কিলোমিটার

নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এককসমূহ :

এক্স-রে এর একক রনজেন্ট
তেজস্ক্রিয়তার একক a. কুরী (Curie)
b. রাদারফোর্ড (Rutherford)
c. বেকেরেল
d. REM (Radiation equavalent man)

Post a Comment

0 Comments

Bottom Post Ad