My Breakfast Habit Paragraph For Class 3, 4, 5(বাংলা অর্থ সহ)

👉Write a paragraph about 'Your Breakfast Habit'. Include the following things in your paragraph. ('তোমার নাস্তার অভ্যাস' সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত কর।)

  • Favourite meal (প্রিয় খাবার)
  • In the morning (সকালবেলা)
  • Bread butter, cereal etc. (রুটি, মাখন, সিরিয়াল ইত্যাদি) 
  • Avoid breakfast (নাস্তা পরিহার)
  • Weekends (ছুটির দিন)

👉Or, Write a paragraph about 'Your Breakfast Habit'. Answer the following questions in your paragraph. ('তোমার নাস্তার অভ্যাস সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। তোমার অনুচ্ছেদে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ।)

(a) What time do you take your breakfast? (তুমি কোন সময় তোমার নাস্তা কর?)

(b) What do you eat for your breakfast everyday? (তুমি প্রতিদিন নাস্তায় কী খাও?)

(c) What don't you like to eat in your breakfast? (তোমার নাস্তায় তুমি কি খেতে পছন্দ কর না?)

(d) Do you take any drink in your breakfast? (তোমার নাস্তায় কি তুমি কোনো পানীয় পান কর?)

(e) What's your favourite drink? (তোমার প্রিয় পানীয় কী?) 

(f) When do you avoid breakfast? (তুমি কখন নাস্তা পরিহার কর?)

My Breakfast Habit (আমার নাস্তার অভ্যাস)

Ans. Breakfast is my very favourite meal. I take my breakfast at 8 o'clock in the morning. Everyday I usually have milk, cereal and banana with a mug of tea for my breakfast. Sometimes I take bread and butter or egg fry. I don't like to eat rice or any heavy food for my breakfast. I take drink in my breakfast. My favourite drink is apple juice. Sometime I avoid breakfast. I avoid it on weekends or when I don't feel hungry, I take breakfast as it helps me get energy to start the day.

অনুবাদ : নাস্তা আমার খুব প্রিয় খাবার। আমি সকাল ৮টার মধ্যে নাস্তা করে ফেলি। আমি সাধারণত নাস্তায় দুধ, সিরিয়াল, কলা এবং এক মগ চা খাই। মাঝে মাঝে আমি রুটি ও মাখন অথবা ডিমভাজা খাই। নাস্তায় আমি ভাত বা কোন ভারি খাবার খেতে পছন্দ করি না। আমি নাস্তায় পানীয় খাই। আমার প্রিয় পানীয় হলো আপেলের রস। মাঝে মাঝে আমি নাস্তা না খেয়ে থাকি । আমি সপ্তাহের শেষের দিন বা যখন ক্ষুধা অনুভব করি না তখন নাস্তা পরিহার করি। আমি নাস্তা করি কারণ এটি আমাকে দিন শুরুতে শক্তি যোগায়।

Post a Comment

0 Comments