মৌলিক রাশির সংজ্ঞা, প্রকারভেদ,একক,মাত্রা,মৌলিক ও লব্ধ রাশির পার্থক্য

সংজ্ঞা:- যে সকল রাশি স্বাধীন বা নিরেপেক্ষ যে গুলো অন্য রাশির ওপর নির্বর করেনা বরং অনন্য রাশি এদের ওপর নির্বর করে তাদেরকে মৌলিক রাশি বলে। 

মৌলিক রাশির প্রকারভেদঃ 

মৌলিক রাশির হলো ৭টি । ৭ টি মৌলিক রাশির নাম :-

(১) দৈর্ঘ্য, (২) ভর, (৩) সময়, (৪) তাপমাত্রা, (৫) তড়িৎ প্রবাহ, (৬) দীপন ক্ষমতা, (৭) পদার্থের মোল। 

মৌলিক রাশি মনে রাখার কৌশল

দৈভ সততা দীপ
দৈ = দৈর্ঘ্য ভ = ভর
স = সময় ত = তড়িৎ প্রবাহ
তা = তাপমাত্রাদী = দীপন ক্ষমতা
প = পদার্থের মোল

মৌলিক রাশির একক সমূহঃ 

রাশি রাশির প্রতীক S.I একক এককের প্রতীক
দৈর্ঘ্য (length) l মিটার (meter) m
ভর (mass) m কিলোগ্রাম kilogram kg
সময় (time) t সেকেন্ড (second) s
তাপমাত্রা (temperature) Θ,T কেলভিন (kelvin) K
তড়িৎ প্রবাহ electric current I অ্যাম্পিয়ার ampere A
দীপন ক্ষমতা luminous intensity I ক্যান্ডেলা candela Cd
পদার্থের পরিমান amount of substance n মোল (mole) mol

মৌলিক রাশির মাত্রা

মৌলিক রাশি মাত্রা
দৈর্ঘ্য (length) L
ভর (mass) M
সময় (time) T
তাপমাত্রা (temperature) Θ
তড়িৎ প্রবাহ (electric current) I
দীপন ক্ষমতা (luminous intensity) J
পদার্থের পরিমান (amount of substance) N

মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য 

মৌলিক রাশি লব্ধ রাশি
১। যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং যেগুলো অন্য রাশির উপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভর করে তাদেরকে মৌলিক রাশি বলে। ১। যে সকল রাশিকে মৌলিক রাশিগুলো থেকে লাভ করা যায়, অর্থাৎ এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল থেকে প্রতিপাদন করা যায়, তাদেরকে লব্ধ রাশি বলে।
2 .মৌলিক রাশি সাতটি। ২। লব্ধ রাশি অসংখ্য।
৩। উদাহরণ : দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। ৩। উদাহরণ : বেগ, ত্বরণ, বল ইত্যাদি।

Post a Comment

0 Comments