নিউক্লিওলাস সংজ্ঞা,গঠন,কাজ।নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের পার্থক্য

সংজ্ঞা :- নিউক্লিয়াসে যে ছোট, গোল, উজ্জ্বল ও অধিকতর ঘন গোলাকার বস্তু দেখা যায় সেটিকেই নিউক্লিওলাস বলা হয়।

👉প্রতিটি নিউক্লিয়াসে সাধারণত একটি নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোসোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে । ক্রোমোসোমের যে স্থানটিতে এরা লাগানো থাকে সে স্থানটিকে SAT বা স্যাটেলাইট বলা হয়।

নিউক্লিওলাসের গঠন :-

ভৌত গঠন :

। এর কোন ঝিল্লী নেই ।

 নিউক্লিওলাসকে ভৌতভাবে (ক) তন্তুময় ভাগে (খ) দানাদার ও (গ) ম্যাট্রিক্স এ তিন ভাগ করা যায় ৷

রাসায়নিক গঠন :

। এরা রাসায়নিকভাবে তিনটি উপাদানে গঠিত । যথা - (ক) প্রোটিন, (খ) RNA ও (গ) DNA ।

২। এছাড়া সামান্য পরিমাণ এনজাইম দ্বারা রাসায়নিকভাবে গঠিত । 

নিউক্লিওলাসের কাজ:-

  • ১। বিভিন্ন প্রকার RNA সংশ্লেষণ ।
  • ২। প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা।
  • ৩। নিউক্লিওটাইডের ভাণ্ডার হিসেবে কাজ করে। 

নিউক্লিয়াস ও নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য:-

নিউক্লিয়াস (Nucleus) নিউক্লিওলাস (Nucleolus)
১। নিউক্লিয়াস কোষের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গাণু । ১। নিউক্লিওলাস নিউক্লিয়াসের একটি অংশ বিশেষ ।
২। নিউক্লিয় পর্দা দ্বারা নিউক্লিয়াস বেষ্টিত থাকে । ২। নিউক্লিওলাসে কোন বেষ্টনী পর্দা থাকে না ।
৩। নিউক্লিয়াস সাইটোপ্লাজমে থাকে । ৩। নিউক্লিওলাস নিউক্লিয়প্লাজমে থাকে ।
৪। নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন, নিউক্লিয় রস নিউক্লিওলাসের সমন্বয়ে নিউক্লিয়াস গঠিত। ৪। দানাদার, সূত্রাকার, অনিয়তাকার অংশ এবং ক্রোমাটিন অঞ্চল নিয়ে নিউক্লিয়াস গঠিত ।
৫। নিউক্লিয় বস্তু সংশ্লেষণ করে । ৫। রাইবোসোম সংশ্লেষ করে ।
৬। ক্রোমোসোমের প্রস্থ (SET) সংখ্যার কোন সম্পর্ক নাই ৷ ৬। ক্রোমোসোমরে প্রস্থ (SET) সংখ্যার সঙ্গে নিউক্লিওলাসের সংখ্যার বিশেষ সম্পর্ক রয়েছে।

👉 নিউক্লিওলাস কোনটি দ্বারা গঠিত : - আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত |

Post a Comment

0 Comments

Bottom Post Ad