ভাবসম্প্রসারণ : দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ (৩টি)

প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের শেখার সুবিধার্থে "দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ" ভাবসম্প্রসারণটি ৩টি বই থেকে সংগ্রহ করে দেয়া হলো। তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হয় সেটাই শিখে নিতে পারো। 

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ভাবসম্প্রসারণ - ১

মূলভাব : মিলিত শক্তিই সর্বোচ্চ শক্তি। সকলে মিলেমিশে একত্রে কাজ করার মধ্যেই গৌরব ও সফলতা নিহিত।

সম্প্রসারিত ভাব : মানুষের জীবনে সফলতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রবাদ আছে- “দশের লাঠিএকের বোঝা'। অর্থাৎ যে কাজটি একা করতে গেলে নিজেকে উপযুক্ত মনে হয় না ঠিক সেই কাজটি দশজনে করতে গেলে অতি সহজেই সমাধান করা যায়। কেননা ঐক্য এক বৃহৎ শক্তি। তাই একার উদ্যোগ ও প্রচেষ্টায় কোনো কাজ সফল না হলে, এর ব্যর্থতার গ্লানি দু'একজনকে কলঙ্কিত করে।

কিন্তু সমাজের দশজনে মিলে একই কাজ করলে ব্যর্থতাই এতে কোনো গ্লানিই থাকে না। যদি সকলেই এই ব্যর্থতাকে নিজের ব্যর্থতা মনে করে তবে তাতে সফলতার সম্ভাবনাই বেশি থাকে। কথায় আছে “যে একা সেই সামান্য, যাহার ঐক্য নাই সেই তুচ্ছ।” ঐক্যবদ্ধভাবে কাজ করলে তার পরাজয় কাউকেই বিচলিত করে না বরং ভবিষ্যতের সাফল্যের কথা চিন্তা করে সকলেই পুনরুদ্যোগ গ্রহণ করতে পারে। মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজ বিশ্ব এত বেশি উন্নত এবং সমৃদ্ধ।

মন্তব্য : কোনো মহৎ কাজ করার জন্য এককভাবে চেষ্টা না করে সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। কেননা, একতাই বল ।

আরও পড়ুন :- ভাবসম্প্রসারণ : সঙ্গ দোষে লোহা ভাসে /সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে 

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ভাবসম্প্রসারণ - ২

মূলভাব : অনেকে মিলে কোনো কাজ করে পরাজিত হলেও তাতে কোনো দুঃখ ও লজ্জা থাকে না এবং উৎসাহের কমতি হয় না।

সম্প্রসারিত ভাব : পারস্পরিক সাহায্য ও সহযোগিতা লাভ করে সহজ ও নিরাপদ জীবনযাপন করার জন্যই মানুষ সমাজ গড়েছে। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় বহু কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা ও পরিশ্রমের প্রয়োজন হয়। অনেক কাজ আছে যেগুলো প্রচুর অর্থ, সময় ও পরিশ্রম ছাড়া সম্পন্ন করা যায় না। সেসব কাজ একা করতে গেলে কোনোদিনই সম্পন্ন হবে না। 

সেসব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হলে সম্মিলিতভাবে অর্থ ও শ্রম নিয়োগ করতে হয়। কোনো লোক কোনো কাজ করতে আন্তরিক চেষ্টা করতে পারে, কিন্তু সে কাজে সাফল্য লাভের নিশ্চয়তা দিতে পারে না। আর সে একা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে এর সকল দায়িত্ব তার একার ওপর এসে পড়ে। সে ব্যর্থতার গ্লানি তাকে একা বহন করতে হয়। ফলে অন্যান্য লোকের সামনে লজ্জায় তার মাথা নত হয়ে আসে। 

কিন্তু দশজনে অনেকে মিলে কোনো কাজ করলে তাতে যদি ব্যর্থতা আসে, তাহলে এর দায়িত্ব কোনো একজনের বহন করতে হয় না ও কোনো লজ্জা পাওয়ার কারণ নেই। ব্যর্থতার গ্লানি সকলে যৌথভাবে বহন করে এবং লজ্জায় কারো মাথা হেঁট হয় না । তাই দশজনে মিলে কাজ করার অনেক সুবিধা রয়েছে। তাতে সফল হলে সকলে সমভাবে লাভবান হয় এবং ব্যর্থ হলে কাউকে লজ্জা পেতে হয় না। তাই কোনো কাজ করতে গেলে সকলে মিলে করতে যাওয়া অনেক ভালো ।

মন্তব্য : প্রবাদ আছে— একতাই বল । দশজনে মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ করলে তাতে পরাজয়েও সম্মান বিনষ্ট হয় না ।

আরও পড়ুন :- দশের লাঠি একের বোঝা ভাব সম্প্রসারণ - ৩টি 

দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ ভাবসম্প্রসারণ - ৩

মূলভাব : অনেকে মিলে কোনো কাজ করে পরাজিত হলেও তাতে কোনো দুঃখ ও লজ্জা থাকে না এবং উৎসাহের কমতি হয় না।

সম্প্রসারিত ভাব : পারস্পরিক সাহায্য ও সহযোগিতা লাভ করে সহজ ও নিরাপদ জীবনযাপন করার জন্যই মানুষ সমাজ গড়েছে। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় বহু কাজে পারস্পরিক সাহায্য সহযোগিতা ও পরিশ্রমের প্রয়োজন হয়। অনেক কাজ আছে যেগুলো প্রচুর অর্থ, সময় ও পরিশ্রম ছাড়া সম্পন্ন করা যায় না। সেসব কাজ একা করতে গেলে কোনোদিনই সম্পন্ন হবে না। 

সেসব কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হলে সম্মিলিতভাবে অর্থ ও শ্রম নিয়োগ করতে হয়। কোনো লোক কোনো কাজ করতে আন্তরিক চেষ্টা করতে পারে, কিন্তু সে কাজে সাফল্য লাভের নিশ্চয়তা দিতে পারে না। আর সে একা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে এর সকল দায়িত্ব তার একার উপর এসে পড়ে। সে ব্যর্থতার গ্লানি তাকে একা বহন করতে হয়। ফলে অন্যান্য লোকের সামনে লজ্জায় তার মাধ্য নত হয়ে আসে। 

কিন্তু দশজনে অনেকে মিলে কোনো কাজ করলে তাতে যদি ব্যর্থতা আসে, তাহলে এর দায়িত্ব কোনো একজনের বহন করতে হয় না ও কোনো লজ্জা পাবার কারণ নেই। ব্যর্থতার গ্লানি সকলে যৌথভাবে বহন করে এবং লজ্জায় কারো মাথা হেঁট হয় না। তাই দশজনে মিলে কাজ করার অনেক সুবিধা রয়েছে। তাতে সফল হলে সকলে সমভাবে লাভবান হয় এবং ব্যর্থ হলে কাউকে লজ্জা পেতে হয় না। তাই কোনো কাজ করতে গেলে সকলে মিলে করতে যাওয়া অনেক ভালো।

Post a Comment

0 Comments