সংজ্ঞা :- প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজননক্ষম, আবরণবিহীন, দু'মুখ খোলা পিপার মতো ৯টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত দণ্ডাকৃতির যে অঙ্গাণু দুটি পাশাপাশি অবস্থান করে, তাদের সেন্ট্রিওল বলে ।
সেন্ট্রিওল এর কাজ : –
- ১। কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র তৈরি করা।
- ২। কোষ বিভাজনে সহায়তা করা।
- ৩। সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলার সৃষ্টি করা।
- ৪। শুক্রাণুর লেজ গঠন করা।
সেন্ট্রিওলের অবস্থান :-
অধিকাংশ প্রাণিকোষ, শৈবাল, ছত্রাক, মস বর্গীয় উদ্ভিদ, ফার্ন বর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ প্রভৃতির কোষে সেন্ট্রিওল পাওয়া যায়। সেন্ট্রিওল সংখ্যায় এক জোড়া এবং এটি নিউক্লিয়াসের খুব কাছে অবস্থান করে থাকে। ডায়াটম, আদিকোষ, আবৃতবীজী উদ্ভিদে ও ঈস্ট উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না।
সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য :-
সেন্ট্রিওল | সেন্ট্রোমিয়ার |
---|---|
১। এটি সাইটোপ্লাজমীয় বস্তু । | ১। এটি নিউক্লিয় বস্তু । |
২। এটি একটি পৃথক অঙ্গাণু । | ২। এটি ক্রোমোসোমের অংশবিশেষ । |
৩। নিউক্লিয়াসের বাইরে সাধারণত একজোড়া সেন্ট্রিওল বিদ্যমান থাকে । | ৩। প্রতিটি ক্রোমোসোমে সাধারণত একটি সেন্ট্রোমিয়ার বিদ্যমান থাকে । |
৪। সেন্ট্রিওলের চারদিক সেন্ট্রোস্ফিয়ার নামক তরল দ্বারা আবৃত থাকে। সেন্ট্রিওল ও সেন্ট্রোস্ফিয়ার মিলিতভাবে সেন্ট্রোসোম গঠন করে । | ৪। সেন্ট্রোমিয়ারের চারদিকে কোনো তরল আবরণী থাকে না এর দুপাশে দুটি বাহু সংযুক্ত থাকে। বাহুসহ সেন্ট্রোমিয়ার ক্রোমোসোম গঠন করে । |
৫। এটি উচ্চশ্রেণির উদ্ভিদকোষে অনুপস্থিত। | ৫। এটি সকল উদ্ভিদ ও প্রাণিকোষের ক্রোমোসোমে উপস্থিত। |
৬। প্রধান গঠন উপাদান হলো প্রোটিন । | ৬। প্রধান গঠন উপাদান হলো DNA I |
৭। কোষ বিভাজনে ভূমিকা পালন করে সাহায্যকারী হিসেবে। | ৭। কোষ বিভাজনে ভূমিকা পালন করে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং বিভাজনের মাধ্যমে । |
৮। কোষ বিভাজনে মেরু নির্দেশ করে এবং মাকুতন্ত্র গঠন করে । | ৮। কোষ বিভাজনে ক্রোমোসোমকে মাকুর সাথে যুক্ত করে । |
FAQs
১। সেন্ট্রিওল নেই কোন উদ্ভিদের কোষে ?
উত্তর: আবৃতবীজী উদ্ভিদের কোষে সেন্ট্রিওল থাকে না।
২। সেন্ট্রিওল কে আবিষ্কার করেন ?
উত্তর : ১৮৮৭ সালে বিজ্ঞানী ভ্যান বেন্ডেন (Van Benden ) সেন্ট্রিওল আবিষ্কার করেন।
আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা