নিফাক এর আভিধানিক ও পারিভাষিক অর্থ ?এটা কত প্রকার ও কি কি

উপস্থাপনা : নিফাক বা মুনাফিকী ইসলাম ও মুসলমানদের জন্য চরম ক্ষতিকর বিষয়। এটি জঘন্য ও ঘৃণ্য আচরণ। কাফের মুশরিকরা সরাসরি ইসলামের ক্ষতিসাধনে লিপ্ত; কিন্তু মুনাফিকরা ছদ্মবেশে প্রতারণা ও ছলচাতুরির আশ্রয় নিয়ে ইসলাম ও মুসলমানদের সীমাহীন ক্ষতি করে থাকে। 

এরা মনে মনে কুফরী গোপন রেখে কেবল সাময়িক সুবিধা লাভের জন্য প্রকাশ্যে ঈমান ও ইসলাম প্রকাশ করে থাকে। নিম্নে প্রশ্নালোকে নেফাকের পরিচয় ও প্রকারভেদ আলোচনা করা হলো।

নিফাক এর আভিধানিক অর্থ :- 

নিফাক  শব্দটি বাবে مفاعله - এর মাসদার। এটা  نفق ধাতু থেকে নির্গত। এর আভিধানিক অর্থ হচ্ছে-

১. মনে কোনো বিষয় গোপন রেখে মুখে তার বিপরীত প্রকাশ করা ।

2. মনে যা আছে তার বিপরীত প্রকাশ করা।

৩. ভূমির নিচের গর্ত।

৪. الكتمان তথা গোপন করা।যেহেতু মুনাফিকরা তাদের কুফরী আকিদা গোপন করে রাখে, সেহেতু তাদেরকে মুনাফিক বলা হয় ।

৫. কেউ বলেন, এর অর্থ হচ্ছে, ব্যয় করা। যেমন বলা হয় نفق الشيء এখান থেকে انفاق শব্দের উৎপত্তি।

5. শত্রুতা গোপন রেখে বন্ধুত্ব প্রকাশ করা ।

নিফাক-এর পারিভাষিক সংজ্ঞা :

সংজ্ঞা :-  ইসলামি পরিভাষায় অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইমানদারসুলভ বাক্য উচ্চারণ এবং লোক দেখানো অনুষ্ঠান সম্পন্ন করাকে নিফাক বলে।

২. আল্লামা আইনী (র) বলেন- নেফাক হচ্ছে, কুফরকে গোপন রেখে ইসলামকে প্রকাশ করা । 

৩. ইবনে সাইয়েদ (র) বলেন- অর্থাৎ, ইসলামে একদিক দিয়ে প্রবেশ করে, অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার নাম নেফাক। 

৬. আবার কেউ বলেন- النفاق هو اخفاء الكفر واظهار الايمان

অর্থাৎ, অন্তরে কুফর গোপন রেখে ঈমান প্রকাশ করে বেড়ানোকে নিফাক বলা হয়। পবিত্র কুরআনে -কে অন্তরের ব্যাধি বলে আখ্যায়িত করা হয়েছে। 

আরও পড়ুন :- নিফাকের কুফল ও পরিণত সম্পর্কে - ১০ টি বাক্য

নিফাকের-এর প্রকারভেদ :- 

নেফাক দু'প্রকার। যথা- ১. نفاق عملي (কার্যত নেফাক) ; ২. نفاق اعتقادي (আকিদাগত নেফাক) . 

নিম্নে এদের পরিচয় বর্ণনা করা হলো। যেমন-

১. نفاق عملي; তথা কার্যত নেফাক : 

نفاق عملي হলো কর্মক্ষেত্রে মুনাফিক। অর্থাৎ, যাদের আমলের সাথে ইসলামের দিক নির্দেশনার কোনো মিল নেই। তবে এরা ইসলাম বহির্ভূত নয় ।

2. نفاق اعتقادي, তথা আকিদাগত নেফাক : 

نفاق اعتقادي হলো বিশ্বাসের দিক থেকে মুনাফিক। অর্থাৎ যারা কোনো স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে মুখে ইসলাম প্রকাশ করে আর অন্তরে নেফাকী গোপন রাখে। এদের পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন-ان المنافقين في الدرك الاسفل من النار প্রকৃতপক্ষে এরা মুসলিম নয়। ইবনে মাসউদ (রা) বলেন, বর্তমানকালের নেফাক পোষণকারী তথা মুনাফিক হয়তো মুসলিম নয়তো কাফের।

উপসংহার : নেফাক মানব চরিত্রের জঘন্য ও ঘৃণ্য আচরণ। এর ফলে সমাজে নানা ধরনের ফেতনা ফাসাদ ও অবিশ্বাস সৃষ্টি হয়। তাই মুনাফিকী আচরণ পরিহার করা এবং মুনাফিকদের কবল থেকে মুক্ত থাকা ঈমানের অপরিহার্য দাবী

Post a Comment

0 Comments

Bottom Post Ad