জীববিজ্ঞানের কোনটিতে কি বলে,কি নামে পরিচিত,কোথায় পাওয়া যায়

জীববিজ্ঞানের কোনটিকে কী বলা হয়-

১। প্রোটিন তৈরীর যন্ত্র (Protein Factory) রাইবোসোম (Raibosome)
২। প্রোটিন তৈরীর ফার্ম এনজাইম (Enzyme)
৩। প্রোটিন তৈরীর কর্মী এনজাইম (Enzyme)
৪। প্রোটিন তৈরীর কাঁচামাল অ্যামাইনো এসিড
৫। প্রোটিন তৈরীর ব্লু-প্রিন্ট RNA
৬। প্রোটিন তৈরির মাষ্টার প্ল্যান DNA
৭। কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস
৮। কোষের পাওয়ার হাউজ/ শক্তিঘর মাইটোকন্ড্রিয়া (Mitochondria)
৯। কোষের গাঠনিক কংকাল এন্ডোপ্লাজমিক জালিকা
১০। কোষের অন্তঃকংকাল মাইক্রোটিউবিউলস/অণুনালিকা
১১। জীবনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম
১২। বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম
১৩। জীবনের ভাষা ২০ টি অ্যামাইনো এসিডে গঠিত প্রোটিন
১৪। দেহের রাসায়নিক বার্তা বাহক/কো-অর্ডিনেটর (Chemical messenger) হরমোন
১৫। মানবদেহের ল্যাবরেটরী যকৃত
১৬। মানবদেহের ছাঁকনযন্ত্র বৃক্ক
১৭। মানবদেহের ‘Pumping machine' হৃৎপিন্ড
১৮। জীবন-সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় যকৃত
১৯। রক্ত কণিকা তৈরীর কারখানা অস্থি
২০। Collar bone/ Beauty bone ক্ল্যাভিকল
২১। ফ্লুইড অফ লাইফ (Fluid of Life) পানি
২২। গরীবের মাংস ডাল
২৩। জীবন্ত জীবাশ্ম Cycas উদ্ভিদ
২৪। রবিন হুড অনু হিমোগ্লোবিন
২৫। মানব দেহের আনুবীক্ষনিক সৈনিক শ্বেতরক্তকনিকা
২৬। মস্তিস্কের প্রেরকযন্ত্র থ্যালামাস
২৭। উদ্ভিদের ভাইরাসের বংশগতির বাহক gRNA
২৮। জীবন্ত জীবাশ্ম (Living Fossil) Cycas এবং Ginkgo bioloba
২৯। সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি প্লাস্টিড
৩০। সবুজ প্রাণী ইউগ্নেনা (Uglena)
৩১। ক্লোরোফিল বহনকারী প্রাণী ইউগ্নেনা ( Uglena)

আরও পড়ুন : উদ্ভিদ ও প্রাণীর বিভিন্ন অঙ্গের নাম(রেচন,চলন,শ্বসন ও শ্রবণ অঙ্গ)

কোনটি কোথায় পাওয়া যায় ?

১। সাইফন কোষ, ট্রাইকোব্লাস্ট Polysiphonia
২। রিসেন্ট্যাকল নামক টারশিয়ারী শাখা Sargassum
৩। পরিবেশ দূষণের সূচক ও পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত Riccia
৪। গিমা কাপ Marchantia
৫। র‍্যামেন্টা, সোরাস, সানফার্ন Pteris
৬। অর্নামেন্টাল প্লান্ট, রাইজোফোর বিশিষ্ট উদ্ভিদ Selaginella
৭। কোরালয়েড মূল, শুক্রাণু সবচেয়ে বড়, অসমরেণুপ্রসূ Cycas
৮। হর্সটেইল Equisetum
৯। জলজ, সিনোসাইটিক, স্যামন রোগ, ডাইপ্ল্যানেটিজম Saprolegnia

কোনটি কী নামে পরিচিত?

Pteris সানফার্ণ
Agaricus মাশরুম/ব্যাঙের ছাতা/কানকো ছত্রাক/ মাংসল ছত্রাক।
DNA বংশগতির রাসায়নিক ভিত্তি/ প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান
Golgi body Packaging centre
ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরির কারখানা, সালোকসংশ্লেষণকারী রঞ্জকের আঁধার
লাইসোসোম এনজাইমের ভান্ডার
প্রোটিয়োসোম মেইন সুইচ

ফ্লাজেলা নেই
i. Navicula
ii. Polysiphonia
iii.নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাকটেরিয়া)
iv. Spirogyra

Post a Comment

0 Comments

Bottom Post Ad