| সর্বাপেক্ষা বড়/সর্বাপেক্ষা ছোট, সবচেয়ে বড়/সবচেয়ে ছোট | বিষয়ের নাম |
|---|---|
| ১। মানবদেহের সর্বাপেক্ষা বড় বা সনাল গ্রন্থি | যকৃত (Liver) |
| ২। মানবদেহের লসিকা তন্ত্রের সর্বাপেক্ষা বড় গ্রন্থি | প্লীহা |
| ৩। মানবদেহের সর্বাপেক্ষা বড় অন্তঃক্ষরা গ্রন্থি | থাইরয়েড |
| ৪। মানবদেহের সর্বাপেক্ষা ছোট গ্রন্থি | পিটুইটারী গ্রন্থি |
| ৫। মানবদেহের যকৃতের সবচেয়ে বড় খন্ড | ডান খন্ড |
| ৬। মানবদেহের সর্বাপেক্ষা বড়/দীর্ঘতম অস্থি | ফিমার |
| ৭। মানবদেহের দীর্ঘ ষষ্টির মতো অস্থি | ফিবুলা |
| ৮। মানবদেহের সর্বাপেক্ষা ছোট/ক্ষুদ্রতম অস্থি | স্টেপিস |
| ৯। মানবদেহের অস্থিতে সর্বাপেক্ষা বেশী পরিমাণে যে উপাদানটি থাকে | ক্যালসিয়াম ফসফেট |
| ১০। মানবদেহের বৃহত্তম অঙ্গতন্ত্র | অন্তঃক্ষরা গ্রন্থি |
| ১১। মানবদেহের সর্বাপেক্ষা কঠিনতম বস্তু | দাঁতের এনামেল |
| ১২। মানবদেহের একমাত্র নড়নক্ষম হাড়ের নাম | ম্যান্ডিবল |
| ১৩। মানবদেহের সর্বাপেক্ষা সুদৃঢ় কলা | অস্থি |
| ১৪। মানবদেহের দীর্ঘতম পেশী | সারটোরিয়াস |
| ১৫। মানবদেহের ক্ষুদ্রতম পেশী | স্টেপিডিয়াস |
| ১৬। মানবদেহে সবচেয়ে বেশী লিম্ফগ্রন্থি থাকে | ঘাড়ে |
| ১৭। মানবদেহের সর্বাপেক্ষা বড় স্নায়ু | ট্রাইজেমিনাল |
| ১৮। মানবদেহের সর্বাপেক্ষা ছোট স্নায় | অলফ্যাক্টরী স্নায়ু |
| ১৯। মানবদেহের সর্বাপেক্ষা বিস্তৃত স্নায়ু | ভেগাস স্নায়ু |
| ২০। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ | সেরেব্রাম |
| ২০। মানুষের মস্তিস্কের সবচেয়ে বড় অংশ | সেরেব্রাম |
| ২১। মানবদেহের সর্বাপেক্ষা বড় কশেরুকা | কটিদেশীয় কশেরুকা |
| ২২। মানবদেহের সর্বাপেক্ষা সরল ও ক্ষুদ্র পশুকা | ১১ ও ১২ তম পর্শুকা |
| ২৩। মানুষের পশ্চাৎ মস্তিস্কের সবচেয়ে বড় অংশ | সেরেবেলাম |
| ২৪। মানবদেহের সর্বাপেক্ষা বেশী সচল বা সঞ্চালনক্ষম অস্থিসন্ধি | সাইনোভিয়াল অস্থি সন্ধি/ গহ্বরযুক্ত সন্ধি |
| ২৫। মানবদেহের নিউক্লিয়াসের সর্বাপেক্ষা ঘন অংশ | নিউক্লিওলাস |
| ২৬। মানবদেহের সর্বাপেক্ষা বড় রক্ত কণিকা | শ্বেত রক্তকণিকা |
| ২৭। মানবদেহের সর্বাপেক্ষা বড় শ্বেত রক্ত কণিকা | মনোসাইট |
| ২৮। মানবদেহে সর্বাপেক্ষা রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে কম থাকে যাদের | পূর্ণ বয়স্ক স্ত্রীলোক |
| ২৯। মানবদেহের হাঁড়ের সবচেয়ে শক্ত ও কঠিন অংশ | নিরেটঅস্থি |
| ৩০। মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘতম কোষ | স্নায়ু কোষ/নিউরন |
| ৩১। স্ত্রীলোকের জরায়ুর সর্বাপেক্ষা বাইরের স্তর | পেরিমেট্রিয়াম |
| ৩২। স্ত্রীলোকের জরায়ুর সর্বাপেক্ষা ভিতরের স্তর | এন্ডোমেট্রিয়াম |
| ৩৩। মানুষের মস্তিস্কের সর্বাপেক্ষা বাইরের আবরণ | ডুরা ম্যাটার |
| ৩৪। মানুষের হৃৎপিন্ডের সর্বাপেক্ষা বাইরের আবরণ | ফাইব্রাস পেরিকার্ডিয়াম |
| ৩৫। মানুষের ধমনী বা শিরা সর্বাপেক্ষা বাইরের আবরণ | টিউনিকা অ্যাডভেন্টিসিয়া |
| ৩৬। মানুষের অক্ষিগোলকের সর্বাপেক্ষা বাইরের আবরণ | স্কেরা (Sclera) |
| ৩৭। পুরুষ মানুষের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হরমোন | টেস্টোস্টেরন |
| ৩৮। স্ত্রীলোকের/নারীর ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হরমোন | ইস্ট্রোজেন |
