রচনা : আমার প্রিয় ফল - আম

ভূমিকা: 

বাংলাদেশ হরেক রকম সুস্বাদু ফলের দেশ। এসব ফলের মধ্যে আম সবচেয়ে সুস্বাদু ও জনপ্রিয়। ফলটি দেখতেও ভারি সুন্দর। জ্যৈষ্ঠ মাসে সারাদেশে প্রচুর পাকা আম পাওয়া যায়। এটি আমার প্রিয় ফল।

প্রিয় ফলের বর্ণনা: 

বাংলাদেশে আম সবচেয়ে বেশি পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জে। রাজশাহী ও এর আশেপাশের জেলাগুলোতেও প্রচুর পরিমাণ আম চাষ করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে গ্রীষ্মকালে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়। এসব অঞ্চল থেকে যেসব আম পাওয়া যায় সেগুলো হলো ল্যাংড়া, গোপালভোগ, হাঁড়িভাঙা, খিরসাপাতি, ফজলি, আম্রপালি ইত্যাদি। 

আমার মনে হয়, দেশি ফলের মধ্যে আমের চেয়ে মজার কিছু নেই। আম দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি ভারি মজা। ভালো জাতের পাকা আম খুবই মিষ্টি হয়ে থাকে। এ ছাড়া আছে কাচামিঠা জাতের আম যা কাচা অবস্থায়ও কিছুটা মিষ্টি থাকে ।

আরও পড়ুন :- আমার প্রিয় শিক্ষক - রচনা for class 1, 2, 3, 4, 5

পুষ্টিগুণ: 

আমের পুষ্টিগুণও অনেক। আম খেলে অনেক ক্যালরি পাওয়া যায়, যা আমাদের শক্তি জোগায়। আমে রয়েছে বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ যা মানব শরীরের জন্য খুবই প্রয়োজনীয় । 

কেন প্রিয়: 

আম পাকলে সুন্দর লালচে হলুদ রং হয়ে থাকে। তা দেখতে খুবই সুন্দর হয়। এ ছাড়া পাকা আমের মিষ্টি ঘ্রাণ চারদিক মাতিয়ে তোলে। এসব কারণে অনেকের মতোই এটি আমার প্রিয় ফল । 

উপসংহার: 

আমকে অনেকে 'ফলের রাজা' বলেন। বাংলাদেশের গ্রামে প্রতি বাড়িতেই কম-বেশি আমগাছ থাকে। মৌসুমে বাজারেও দাম সবার নাগালের মধ্যে থাকে। আম দিয়ে তৈরি করা যায় মজার আমসত্ত্ব ও আচার । তাই এটি সবার এত প্রিয় ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্টের তালিকা

Post a Comment

0 Comments

Bottom Post Ad